বিয়ানীবাজারে ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৪:৪৮:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে পারিবারিক বিরোধের জের ধরে ভাসুরের ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নৃশংস এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শফিক মিয়া পরিবারের সদস্যদের নিয়ে পলাতক রয়েছেন।
জানা যায়, শফিক মিয়া ঘর নির্মাণের জন্য ছোট ভাই মলিক মিয়ার ঘরে একটি লিন্টার ভেঙে ফেললে গৃহবধূ স্বপ্নারা বেগমের সাথে বাকবিত-া ঘটে। এর এক পর্যায়ে শফিক মিয়া ছুরি দিয়ে স্বপ্নারা বেগমকে কোপ দিয়ে পালিয়ে যান। উপস্থিত লোকজন আহত গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার বাড়ি পার্শ¦বর্তী চারখাই ইউনিয়নের ডেলাখানি গ্রামে। এ ঘটনায় নিহতের পিতা আরব আলী বিয়ানীবাজার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুল আমিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে গৃহবধূ খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।