জমে উঠেছে নারী উদ্যোক্তা মেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৪:৫৫:৪৮ অপরাহ্ন

সুনীল সিংহ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা জমে উঠেছে। ‘বাতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে পঞ্চমবারের মতো এই নারী উদ্যোক্তা মেলা নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলের ৫ম তলায় বলরুমে চলছে। তিন দিনব্যাপী এ মেলা গত সোমবার শুরু হয়েছে। চলবে আজ বুধবার সেহরির আগ পর্যন্ত।
মেলার প্রথম দিন সোমবার সকালে ঘণ্টা খানেক তেমন ভিড় না থাকলেও পরে প্রচুর দর্শনার্থী ও ক্রেতা লক্ষ্য করা গেছে। গতকাল মঙ্গলবারও ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রিও ভালো হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।
মেলায় ৪০ জন নারী উদ্যোক্তা শাড়ি, রেডি-আনরেডি থ্রি-পিস, পাঞ্জাবি, শিশুদের কাপড়, কসমেটিক্স, খেলনা, জুয়েলারি, লেদার সামগ্রী, খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের সমাহারে স্টল নিয়ে বসেছেন।
গতকাল মেলার দ্বিতীয় দিনে রাতে দেখা গেছে নানা শ্রেণি-পেশার ক্রেতারা নিজেদের পছন্দমতো পণ্য কেনাকাটা করছেন।
মেলায় আসা তরুণী তাসলিমা জানান, নারী উদ্যোক্তা মেলায় এসে আমার বেশ ভালো লাগছে। আমার মন মতো অনেক পণ্যই এখানে রয়েছে। আমি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেছি এবং পছন্দমতো কিছু পণ্য কিনেছি।
মেলায় পণ্য কিনতে আসা জ্যোৎ¯œা বেগম জানান, ক্ষুদ্র পরিসরে এ মেলা আয়োজন হলেও পণ্যের মান ভালো, দরও সহনীয়।
মেলায় দেশি কারিগর, শিউলী’স কালেকশন, স্পটলাইট ফ্যাশন, সাজু ফ্যাশন এন্ড বেবী কর্ণার, রেড এন্ড গ্রীণ মণিপুরী হ্যান্ডিক্রাফটস সহ ৪০টিরও বেশি স্টল রয়েছে।
রেড এন্ড গ্রিণ মণিপুরী হ্যান্ডিক্রাফটস এর স্বত্বাধিকারী হাসি দেবী জানান, নারী উদ্যোক্তা মেলায় এবার গত বারের চেয়ে বেশি সাড়া পাচ্ছি। এবার ক্রেতাও বেশি দেখা যাচ্ছে।
সিলেট নগরের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘বাতি ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের জীবনমান উন্নয়নে এবং তাদেরকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার প্রত্যয় নিয়েই এ ‘বাতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। আমরা পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করেছি। নারীদের অংশগ্রহণ এবং ক্রেতাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ায় তিনি অভিভূত। মূলত অনলাইন বেইজড ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে এ আয়োজন করেন তিনি। এতে তিনি প্রতিবছর ভালো সাড়াও পাচ্ছেন। এভাবে সাড়া পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে ও সপ্তাহ বা ১০ দিনের জন্য মেলার আয়োজন করার ইচ্ছা আছে বলে মন্তব্য করেন।
তিনি আরো জানান, এ মেলা আয়োজনে প্রচুর অর্থের প্রয়োজন। প্রথমে হোটেলের ভাড়া সাথে আনুষাঙ্গিক আরো খরচতো আছেই। গত চার বারের আয়োজন থেকে এবার অনেক বেশি মানুষের সাড়া পাওয়া যাচ্ছে।
জানা গেছে, গত সোমবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান মেলা পরিদর্শন করেন।