ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ
আদর্শ সমাজ বিনির্মাণে রমজান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৫:০১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মাহে রমজানের শুরু থেকে নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পৃথক আয়োজনে বক্তারা বলেছেন, মাহে রমজান সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধানে এবং একটি সংঘাতমুক্ত গঠনমূলক আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে, সমাজে রোজাদারদের পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে রমজান মাসে রোজার ভূমিকা অপরিসীম।
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি : বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত চাইনিজ রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সিলেটের সভাপতি মোঃ সমশের আলী।
সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি আ.ক.ম. আব্দুজ জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ। বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ও ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মজির উদ্দিন ও জ্যোৎ¯œা বেগম, সাংগঠনিক সম্পাদক ইউছুফ মিয়া মিলন ও আব্দুর রউফ, সহশিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক এ বি এম রিয়াদ খান, সদস্য জিয়াউর রহমান, গোলাম কিবরিয়া, তাহমিনা পারভীন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির প্রচার সম্পাদক বদরুল ইসলাম। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির সহসভাপতি আব্দুল কাহহার।
গোলাপগঞ্জ বিএনপি : গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মীরগঞ্জ বাজার কুশিয়ারা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও ইস্ট লন্ডনের ব্যবসায়ী ও শ্রমিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনির সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মছব্বির।
উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম.এ আশিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ^র ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আবুল বাশার রাণিক, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গউছ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মিনহাজ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, পৌর বিএনপি সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহির উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি সহসভাপতি আব্দুল মন্নান, কৃষকদলের সেক্রেটারি জিলু মিয়া, ওয়ার্ড সভাপতি গউছ উদ্দিন, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আহমদ সানি, সাবেক ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, যুবদলের যুগ্ম আহবায়ক লায়েক আহমদ, শাহনুর আহমদ, সুুরুজ আলী, যুবদল নেতা শাহিন আহমদ, মান্না, বাদল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা শাহিন আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি কালাম বিন মনির।
মহানগর ও জেলার সাবেক এবং বর্তমান ছাত্রলীগ : সিলেট মহানগর ও জেলা সাবেক এবং বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর আম্বরখানায় পয়েন্টে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নাঈম হাসানের জন্মদিন উপলক্ষে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মহানগর যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, মহানগর ছাত্রলীগ নেতা দিপক অধিকারী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খয়ের আহমদ রিমন, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখ, মহানগর ছাত্রলীগ নেতা আফসর আহমদ, ৪নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিলন আহমদ, ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, ছাত্রলীগ নেতা মিজান আহমদ, আশরাফুল আম্বিয়া শাকিল, মো. তফাজ্জুল ইসলাম, পাপলু তালুকদার অন্তর, ওশাসিফ শাকিল, বিপন দত্ত, মাহিন আহমদ রাকিব, মাহফুজ আহমদ, শামিম আহমদ, কামরান খান, বিনয় সরকার, তুর্জয় দাস গুপ্তসহ বহু নেতাকর্মী।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল মধুবন সুপার মার্কেটের আলিফ রেস্টুরেন্টে (২য়তলায়) অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা শিক্ষাবিদ ও সমাজসেবী নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সিলটি পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোঃ তাজ রীহান (জামান) এডভোকেট, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতা, ফোরামের কেন্দ্রীয় সদস্য আমিরুর হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভাট্টাচার্য্য, সাংবাদিক শহীদ আহমদ খান শিব্বির, যুবনেতা শিক্ষানবিশ আইনজীবী ইসমত ইবনে ইসহাক সানজিদ, প্রকৌশলী আজিজ আহমদ সেলিম, ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সদস্য কয়েছ আহমদ সাগর, আফছারুজ্জামান আফছর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুর আহমদ জুনেদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাশকুর হোসেন।
যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতি : সিলেট সদর উপজেলার যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে গত ১০ এপ্রিল সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের উমদারপাড়াস্থ কার্যালয়ে যুব উদ্যোক্তাদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ুথ পোল্ট্রির পরিচালক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিশচা) সিলেট মহানগর সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির অর্থ সম্পাদক বিশিষ্ট খামার ব্যবসায়ী মোঃ ইনু মিয়া, যুব বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, সদস্য কয়ছর আহমদ কাওছার, মোঃ মুজিবুর রহমান, দিলোয়ার হোসেন সাঈদী, সাহেদ আহমদ, আহমদ মিয়া, মুহিবুর রহমান সহ সমিতির সদস্য সহ এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানগণ। পরে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসার শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব : দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল স্টেশন রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবিব মঈন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাঈল আলী টিপু, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ শামীম আহমদ, নোমানুল ইসলাম ইমরান, সাংবাদিক দিলোয়ার হোসেন মামুন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। ইফতার মাহফিলে পৃষ্ঠপোষকতা করার জন্য যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদকে ধন্যবাদ জানান দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।
সিলেট মহানগর তালামীয : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর উদ্যোগে মহান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।
সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদ’র পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজির উদ্দিন পাশা, আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থসম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ইসলাম উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরীর সাবেক সভাপতি এনাম উদ্দিন আহমদ, ঢাকা মহানগরীর সভাপতি ইমাদ উদ্দিন তালুকদার, সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর সভাপতি মকবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাকাতুল ইসলাম।
শাখা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদের স্বাগত বক্তব্যে সূচিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন লতিফিয়া কারী সোসাইটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক সৈয়দ কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম মুনিম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি হাফিজ সমছু মিয়া সুজল ও মাওলানা আমিন উদ্দিন।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি এম শামছ উদ্দিন, আতিকুল ইসলাম রেদওয়ান, আলী আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আজাদ হোসাইন, মো. মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ছায়েম ইবনে খায়ের, প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, সহ প্রচার সম্পাদক আরিফ মাহমুদ জামি, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা তালামীযের অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, সদস্য জায়দুল ইসলাম, মো. আবু বকর, জুবায়ের আহমদ, ইকরাম হোসেন, বুরহান উদ্দিন, ১নম্বর ওয়ার্ড সভাপতি আবুল আহসান ইয়াসিন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ২১নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মুনতাসির খান, ২২নম্বর ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান, ২৩নম্বর ওয়ার্ড সভাপতি মো. নুরুল হাসান, ২৪নম্বর ওয়ার্ড সভাপতি ইমাম উদ্দিন মানিক, ২৭নম্বর ওয়ার্ড সভাপতি তোফায়েল শাহ প্রমুখ।