অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৩:২০:৪৪ অপরাহ্ন
দানবীর ড. রাগীব আলীর শোক
স্টাফ রিপোর্টার : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই। তিনি গতকাল বুধবার সকাল ৬টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবে খ্যাত ছিলেন। বিশেষ করে বৃহত্তর কাজিটুলা, নয়াসড়কসহ নগরীর অন্যান্য এলাকার রোগীদের কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন।
অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিবার।
এক শোক বার্তায় দানবীর ড. রাগীব আলী বলেন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ছিলেন একজন অত্যন্ত নম্র, ভদ্র এবং সজ্জন ব্যক্তি।
শোক বার্তায় দানবীর ড. রাগীব আলী মরহুম অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন পৃথক শোক বার্তায় বলেন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস একজন অত্যন্ত অমায়িক, কর্মনিষ্ঠ এবং দায়িত্ববান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ১৯৯৭ সালের ১ মার্চ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এনাটমি বিভাগে তাঁর কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ধাপে ধাপে পদোন্নতি পেয়ে একই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্বসহ প্রায় ২৬ বছর ধরে কর্মে নিয়োজিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে আমরা হারালাম একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং সহকর্মীকে।
উল্লেখ্য, মরহুম অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এর প্রথম জানাজা গতকাল বুধবার সকাল ৯টায় সিলেট নগরীর নবাব রোড এলাকায় এবং দ্বিতীয় জানাজা সকাল ১০টায় তাঁর প্রিয় প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজে মাঠে অনুষ্ঠিত জানাজায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ এবং কলেজ ও হাসপাতালের সকল স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকার জনগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই এ নিয়ে যাওয়া হয়।
মাউন্ট এডোরা হাসপাতালের শোক \ সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেড-এর পরিচালক অধ্যাপক ডা: এম এ কুদ্দুসের ইন্তেকালে মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিতে মহান আল্লাহর সহায়তা কামনা করা হয়।