জৈন্তাপুরে সাজাপ্রাপ্ত আসামী ও জুয়ার সরঞ্জামসহ ১২ জুয়াড়ি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৫:০৪:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও জুয়ার সরঞ্জামসহ মোট ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে জৈন্তাপুর থানার চারিকাটা ইউনিয়নের বনপাড়া সাকিনস্থ খেরীগুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদি ও নগদ ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ১২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মঙ্গলবার রাতে অপর এক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী আফতার আহমদকে গ্রেফতার করা হয়। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত কাঞ্জর এলাকার মৃত তজমুল আলী ওরফে তজই’র ছেলে। গ্রেফতারকৃত ১২ জুয়াড়ি হলো- জৈন্তাপুরের বাউরভাগ দক্ষিণ (বনপাড়া) এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শামীম আহমদ (৩৫), মৃত আব্দুস ছোবহানের ছেলে আলীম উদ্দিন (৩৮), মৃত রিয়াজুল হকের ছেলে মো. এরশাদ আহমদ (৩৮), মন্তাজ আলীর ছেলে মোঃ সেলিম আহমদ (২৫), আব্দুল মতিনের ছেলে গিয়াস আহমদ (২৯), হাবিব আহমদের ছেলে মো. এমরান আহমদ (২৫), মৃত তোতা মিয়ার ছেলে মো. শাহনুর রহমান (৩৫), হাবিবুর রহমানের ছেলে হোসাইন আহমদ (২৭), মৃত কনু মিয়ার ছেলে জালাল উদ্দিন (৩৭), আলাউর রহমানের ছেলে ফারুক আলম @ মারুফ (৩৬)। জৈন্তাপুর চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম এলাকার মৃত আরজান আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), মৃত মঈন উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩০)।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক জানান, জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১১/৬৭ নং মামলা দায়ের করা হয়।