আজমিরীগঞ্জে টাকা দেনা-পাওনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৫:০৮:২৪ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আজমিরীগঞ্জ বাজারে টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় চরবাজারের মুন সিনেমাহল রোডে এঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান। এলাকাবাসী জানান, পৌর এলাকার চরবাজারের লঞ্চঘাট এলাকার টিটু মিয়ার নিকট শরীফনগর গ্রামের আলমগীর মিয়ার টাকা পাওনা ছিল। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে দু’জনের পক্ষ নিয়ে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষে ৬ জন আহত হলে তাদের প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি আলমগীর মিয়া মাদক মামলায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হয়েছেন। আলমগীরের ধারণা টিটু মিয়া তাঁকে পুলিশে ধরিয়ে দিয়েছে। এ নিয়ে দু’জনের বিরোধ হয়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।