শনি হাওরে ধান কাটা উৎসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৫:১৩:৪৬ অপরাহ্ন
তাহিরপুর(সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ হাওর শনির হাওরে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শনির হাওর পাড়ে জয়নগর গ্রামের কৃষক জসিম উদ্দিনের জমির ধান কেটে আনুষ্ঠানিক ভাবে ধান কাটা উৎসব উদ্বোধন করা হয়।
ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আবুল কাশেম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
কৃষক জসিম উদ্দিন জানান, এবার দেশীয় জাতের (লাখাই) ধানে কিয়ার প্রতি ১২ থেকে ১৫ মণ ফলন হয়েছে। পেকে যাওয়া ধান কাটছেন কৃষক।