তিন সাংবাদিক পেলেন রোড সেইফটি রিপোর্টিং অ্যাওয়ার্ড
চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের প্রস্তুত থাকতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ৩:৪১:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটের তিন সাংবাদিক পেলেন সড়ক নিরাপত্তা বিষয়ক পোস্ট ওয়ার্কশপ রিপোর্টিং অ্যাওয়ার্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাবিøউএইচও) ও এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ব্রডকাস্টিং ডেভলপমেন্ট (এআইবিডি) এর রিজিওনাল এক্টিভিটিজ অন রোড সেইফটি রিপোর্টিং বিষয়ক কর্মসূচির আওতায় তারা এ অ্যাওয়ার্ড পেলেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট বিভাগীয় ব্যুরো ইনচার্জ মনজুর আহমদ, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী ও দৈনিক বাংলাদেশ পোস্ট-এর স্টাফ রিপোর্টার, সিলেট-রেজাউল হক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও চেক হস্তান্তর করা হয়। সিলেট প্রেসক্লাব সভাপতি ও অ্যাওয়ার্ড প্রদানের জন্য গঠিত জুরি বোর্ডের প্রধান ইকবাল সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে ওয়ার্কশপের রিসোর্সপার্সন ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ইমজা এর সাধারণ সম্পাদক গুলজার আহমদ এবং অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্য থেকে মঞ্জুর আহমদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাথে সাথে সংবাদের বিষয়, প্রয়োজনীয়তা ও তথ্য প্রবাহে পরিবর্তন আসছে। তথ্য প্রযুক্তির এই যুগে মিডিয়া অনেকটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এ অবস্থায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও ভিন্নতা আসছে। কাজেই, সংবাদ কর্মীদের গতানুগতিকতার বাইরে গিয়ে রিপোর্টিংয়ের দক্ষতা অর্জন করতে হবে। সড়ক নিরাপত্তা বিষয়ক রিপোর্টিংয়ের ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সিলেটের লাইফলাইন। এই সড়কের চলাচল আরো নিরাপদ ও নির্বিঘœ করতে হবে। প্রয়োজনে সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেন করার কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের রিপোর্টিং থাকতে হবে। শুধু মহাসড়কই নয়, সিলেট অঞ্চলের আঞ্চলিক সড়ক গুলোর দুর্ঘটনার হার কম নয় উল্লেখ করে বক্তারা বলেন, রিপোর্টিংয়ে এসব বিষয়গুলো তুলে ধরতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক মেরামত ও সম্প্রসারণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও তাদের মন্তব্য । সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের সড়ক যোগাযোগ নিরাপদ ও নির্বিঘœ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরে অতিথিবৃন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত সেরা রিপোর্টারদের হাতে সম্মাননা সার্টিফিকেট ও চেক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এটিএন বাংলার ব্যুরো চিফ শাহ মুজিবুর রহমান জকন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক জালালাবাদের চিফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, ফ্রান্স প্রবাসী জাকারিয়া আহমদ, ফটো সাংবাদিক এইচএম শহীদুল ইসলাম , ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল প্রমুখ।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে মালয়েশিয়ায় ডাবিøউএইচও-এআইবিডি আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন-সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। ওই কর্মশালার ফলোআপ হিসেবে বাংলাদেশে এ বিষয়ক একটি প্রশিক্ষণ পরিচালনার জন্য তাকে(সিরাজুল ইসলাম) রিসোর্সপাসন নিযুক্ত করে একটি গ্র্যান্টস প্রদান করা হয়। এ গ্র্যান্টের আওতায় গত ৪ মার্চ সিলেটে আয়োজন করা হয় একটি কর্মশালার। অংশগ্রহণকারী ১৫ সাংবাদিকের মধ্যে ৩ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।