বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ যুবক নিহত ঃ আটক ৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৩৬:২৪ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সুব্রত দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুব্রত দাস মশাকলি গ্রামের দশরব দাশের ছেলে। স্থানীয়রা জানান, মশাকলি গ্রামের একটি জমি নিয়ে গ্রামবাসীর দু’পক্ষে বিরোধ ছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে মাথায় টেটাবিদ্ধ অবস্থায় সুব্রত দাসকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মশাকলি গ্রামে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে।