চুনারুঘাটে জটিল রোগে আক্রান্ত ২৩ ব্যক্তির মধ্যে ১১ লাখ টাকার চেক বিতর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৪১:৪৫ অপরাহ্ন

চুনারুঘাট (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জটিল ও কঠিন রোগে আক্রান্ত ২৩ জন অস্বচ্ছল ব্যক্তির সু-চিকিৎসার লক্ষ্যে তাদের মধ্যে সরকারি অনুদানের সাড়ে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৬ লাখ টাকার প্রশিক্ষণ ভাতার চেকও বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এসব চেক বিতরণ করা হয়। উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৩ জন নারী-পুরুষ-শিশুর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী। একই সাথে উপজেলা মহিলা অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করেন প্রধান অতিথি। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বচ্ছলদের চিকিৎসার সাহায্যার্থে সু-ব্যবস্থা করেছেন এবং প্রতিটি মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার সব সময়ই বিপদাপন্ন অস্বচ্ছল মানুষের পাশে আছেন।
তিনি আরো বলেন, চুনারুঘাটবাসী দুঃসময়েও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়েছেন। অতীতের ন্যায় সবাই ঐক্যবদ্ধ থেকে আগামীদিনও প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় সেবা করার লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, থানার ওসি মো. রাশেদুল হক প্রমূখ।
পরে বিকেল ৩টায় তিনি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ৬০০ পরিবারকে গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করেন।