নববর্ষ উপলক্ষে দানবীর ড. রাগীব আলীর শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৪৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী। এ উপলক্ষে তিনি সকলের সুস্থতা, সুখ, শান্তি-আনন্দ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় দানবীর ড. রাগীব আলী বলেন, বাঙালি জাতির চিরন্তন প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নববর্ষ সকল ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও রীতি-নীতির মাধ্যমে এ উৎসব বর্ণিলভাবে উদযাপন করে আসছে। নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে সুপ্ত উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সম্প্রীতি।