সিলেটে আজ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৪৬:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি এক সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার সিলেট আসছেন। তিনি সকাল ৮টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তিনি সকাল সাড়ে ১০টায় কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করবেন এবং ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা সাড়ে ১১টায় মোগলগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুরূপ কর্মসূচিতে যোগদান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করবেন। মন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে-বিকেল ৪টায় কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে স্বল্প আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং বিকেল ৫টায় ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ইফতার বিতরণ অনুষ্ঠানে যোগদান। পররাষ্ট্রমন্ত্রী রাতেই বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।