চড়া মূল্যে সবজি বিক্রি সুনামগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৫০:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে চড়া মূল্যে সবজি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সবজির বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। অবশ্য, বাজারে মাছ, মাংস ও নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
সহকারী পরিচালক আল আমিন জানান, রমজান ও ঈদকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত বাজার তদারকি করছি। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে বাজার তাদের নিয়ন্ত্রণে আছে বলেও মন্তব্য করেন তিনি।