নাজিরবাজার থেকে ৮ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৫১:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার নাজিরবাজারে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় লাল মিয়ার রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নাজিরবাজার এলাকার ঝাজর গ্রামের লোকমান মিয়া (৩৫), কুতুবপুর গ্রামের মো. উজ্জল মিয়া (৩০), একই গ্রামের মো.পংকি খান (৩০) ও আমির আলী (৪৪), এবদালপুর গ্রামের মো.রাজু মিয়া (২৭), আবদিতপুর গ্রামের মো. কয়েছ মিয়া (২২), মাঝপাড়া গ্রামের জালাল (৪০) এবং বিশ্বনাথের বাওনপুর গ্রামের আকছার আহমদ (২১)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৭ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএম জানান, আটককৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।