‘পবিত্র মাহে রমজান চরিত্র গঠনে হাতে কলমে শিক্ষা’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৩:৫৯:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার ও সম্প্রতি নানা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব ইফতার মাহফিলে নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান চরিত্র গঠনে হাতে কলমে শিক্ষা। রমজানের রোজা আমাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা সৃষ্টি এবং সৎ ও সত্যবাদী হওয়ার শিক্ষা দেয়।
বরইকান্দি জাগ্রত সমাজকল্যাণ পরিষদ ঃ দক্ষিণ সুরমার বরইকান্দিতে জাগ্রত সমাজকল্যাণ পরিষদ আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত সোমবার বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ক্লাবের সভাপতি কাজী জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থতি ছিলেন- ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য নূর আহমেদ, শফিউল আহমদ কামাল, জালাল উদ্দীন, আকছার আহমেদ, এডভোকেট সেলিম আহমদ, কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুল বাসিত টিপু, জামিল আহমদে, সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মইনুল ইসলাম, আহছান হাবীব জাবেদ, আহমদ আলীসহ এলাকার সর্বস্তরের মানুষ।
১৭নং ওয়ার্ড ছাত্রলীগ ঃ ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইয়ামিন হোসেন রিয়াদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর কাজিটুলায় ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাসেদ আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমেদ সুমন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মহানগর ছাত্রলীগ নেতা কাজী সায়েম, রাকিব আহমেদ, টিপুল, আবু মাহিন, বিপু আহমদ, সেতু আহমেদ প্রমুখ।
ইডেন গার্ডেন কলেজের এইচএসসি-২০২৩ ব্যাচ ঃ ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি-২০২৩ ব্যাচের ছাত্রদের উদ্যোগে গত বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সুজাউল কবির শামীম, একাউন্টিং বিভাগের প্রভাষক পিংকু চক্রবর্তী, ইংরেজি বিভাগের প্রভাষক রফিক আহমদ, সিনিয়র শিক্ষক মিফতাউল আলম ও প্রভাষক আবদুল কাদির জীবন। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, এনামুল হক সাব্বির, ফেরদৌস আহমেদ নাবিল, সালমান আহমেদ, জিয়াউর রহমান ইমন, আরিফ আঞ্জুম আকিব ভুইয়া, মোদাবিবর আলী রিফাত, আতহার ফিদা ইফাজ, মাহফুজ আহমেদ, মুসাইদ আহমেদ, তামিম আহমেদ, রনি আলী, রেদুয়ান আহমেদ, আলামিন।
বিল্ডকম সিলেট ঃ বিল্ডকম সিলেট শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে সিলেট টাইলস্্ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ¦ তফাজ্জল হোসাইনের সভাপতিত্ব করেন। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন শাহপরাণ থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কণা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিল্ডকম এর এ.এম.ডি. বুলন বড়–য়া, টাইলস কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন, মো. রায়হান আহমদ, শুরুতে কোরআন তেলওয়াত করেন মো. আরাফাত প্রমুখ।
সদর ইলেকট্রনিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন সিলেট সদর ইলেকট্রনিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। গত বুধবার ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্ব, সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা-২ এর অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এডভোকেট ফয়সাল আবেদীন, ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রেহান আহমদ ও আবুল হাসান মিঠু প্রমুখ।