কমলগঞ্জে ৩০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ৪:০৮:০৬ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী শেখ জহির উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী সায়েস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, পতনঊষার ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, দুবাই প্রবাসী মিছবাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩০০ পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।