সুফিয়ান চৌধুরীর চারটি বই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ১২:১৪:০৩ অপরাহ্ন

মুনশী ইকবাল:
দেশে ও প্রবাসে যাদের ছড়ার জগতে বিচরণ, সুফিয়ান আহমদ চৌধুরী সম্মান আর শ্রদ্ধায় তাদের মধ্যে আলাদা এক নাম। এ দেশের ছড়ার আকাশে সিলেটের এই কৃতি সন্তান এক দীপ্তিময় তারকা। প্রবীণ এই ছড়াকার কেবল লেখাতেই সীমাবদ্ধ নন, এর বাইরে তিনি একজন সফল সংগঠক ও সম্পাদক। আর সব কিছু ছাপিয়ে তিনি একজন অমায়িক মানুষ। তার অসাধারণ সহজ সরল ব্যবহারের জন্য তিনি সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিকদের একজন, যা তার অভিজাত পারিবারিক ঐতিহ্যের পরিচয় বহন করে।
সুফিয়ান আহমদ চৌধুরীর প্রকাশিত সতেরোটি বইয়ের মধ্যে সা¤প্রতিক আলোচিত চারটি বই ‘স্বর্ণালি দিনের ডায়েরি’, ‘নির্বাচিত ১০০ ছড়া’, ‘ধাপুস ধুপুস’ এবং ‘আলোর পতাকা হাতে’। চারটি বই-ই আলাদা পরিবেশকের মাধ্যমে লেখকের নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান ‘দর্পণ প্রকাশ’ থেকে প্রকাশ হয়েছে। এর মধ্যে ‘নির্বাচিত ১০০ ছড়া’ ২০২১ সালে প্রকাশিত হয় আর বাকি তিনটি বই চলতি বছরের ফেব্রæয়ারিতে প্রকাশ হয়।
‘স্বর্ণালি দিনের ডায়েরি’ তিন ফর্মার একটি আত্মজীবনীমূলক বই। ইবনে মাহমুদের প্রচ্ছদে পেপারব্যাক কাভারে ক্রিম কালার অফসেট কাগজে ছাপা এই বইয়ের ‘স্বর্ণালি দিনের ডায়েরি’, চাঁদের হাট: স্বপ্নের রাজ্যে হারিয়ে যাই, স্মৃতির দর্পণে প্রাণের সংগঠন ছড়া পরিষদ সিলেট, এই প্রবাসে: মন টানে স্বদেশ এবং আমার প্রাণের সংগঠন : সিলেট সাহিত্য পরিষদ শিরোনামে পাঁচটি প্রবন্ধ স্থান পেয়েছে। বইয়ের শেষে লেখকের সাংগঠনিক কর্মকাÐের সচিত্র বর্ণনা দেওয়া হয়েছে। এই বইটির গায়ের দাম রাখা হয়েছে ১০০ টাকা।
বাকি তিনটি বইয়ের মধ্যে ‘নির্বাচিত ১০০ ছড়া’ ফেব্রুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়। সাদা অফসেট কাগজে ১১২ পৃষ্ঠার এই বইটির প্রতিটি ছড়ায় চমৎকার অলংকরণ দিয়ে সাজানো হয়েছে। শেখ সাদীর অলংকরণে হার্ডকাভারের এই বইটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতনামা চিত্রশিল্পী মোমিনউদ্দিন খালেদ। বইটির গায়ের দাম ২৫০ টাকা।
চলতি বছরের ফেব্রæয়ারিতে প্রকাশিত ‘আলোর পতাকা হাতে’ শিরোনামের ৬৪ পৃষ্ঠার বইটিতে ৫৫টি কবিতা রাখা হয়েছে। আল নোমানের করা প্রচ্ছদে সাদা অফসেট কাগজের এই বইটির গায়ের দাম ২০০ টাকা।
চারটি বইয়ের মধ্যে সর্বশেষ বইটি ধাপুস ধুপুস। ৬৪ পৃষ্ঠার ক্রিম কালার অফসেট কাগজে হার্ডকাভারে বইটি ছাপা হয়েছে। এই বইয়ের ৫৬টি ছড়া স্থান পেয়েছে। এই বইয়েরও প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতনামা চিত্রশিল্পী মোমিনউদ্দিন খালেদ। চমৎকার অলংকরণ করেছেন আমাদের সিলেটের আরেক গুণী চিত্রশিল্পী কবির আশরাফ।
বর্তমানে আমেরিকা প্রবাসী সুফিয়ান আহমদ চৌধুরী দীর্ঘ দিন জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’ সিলেট শাখা’র সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিলেট ‘ছড়া পরিষদ’ ও ‘সিলেট সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বহুগুণে গুণান্বিত সুফিয়ান আহমদ চৌধুরী সিলেট বারের একজন আইনজীবীও।
তার লেখায় বারবার ফিরে ফিরে এসেছে স্বদেশের কথা, পতাকার কথা, এদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের কথা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র তেরো দিন আগে ৩রা ডিসেম্বর তিনি পিতা শামছউদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) কে হারান। যুদ্ধকালীন পিতার মৃত্যু তার মনে গভীর দাগ কাটে। ‘স্বর্ণালি দিনের ডায়েরি’ বইয়ে তিনি এ বিষয়ে বর্ণনা করেছেন।
প্রবাসে থাকলেও দেশের প্রতি তার টান অনেক শক্ত। তাই তো বিদেশের মাটিতে নিউইয়র্কে তিনি গঠন করেছেন ‘স্বদেশ ফোরাম’। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সুফিয়ান আহমদ চৌধুরী তাঁর লেখা ও ভালোবাসায় অ¤øান হয়ে থাকবেন, এই প্রত্যাশা করি।