নিউমার্কেটে আগুনে পুড়লো ১২৭৫ দোকান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৩:৩০:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাজধানীতে অগ্নিকান্ড যেনো থামছেই না। বঙ্গবাজারে অগ্নিকান্ডের শোক কাঁটিয়ে উঠার আগেই এবার রাজধানীর সবচেয়ে জনপ্রিয় নিউমার্কেটে ভয়াবহ আগুনে পুড়েছে ১২৭৫টি দোকান।
ফায়ার সার্ভিস বলছে, গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রæতই তাদের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসকে সহায়তা করতে এগিয়ে আসে বিজিবি ও সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা।
কিন্তু এরপর বিভিন্ন দিকে ধোঁয়া দেখা যেতে থাকে। কোনো কোনো অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পার্শ্ববর্তী ঢাকা কলেজের পুকুর থেকে পাইপের মাধ্যমে পানি এনে অনবরত পানি দেয়া হচ্ছিলো আগুন ও ধোঁয়া লক্ষ্য করে। কিন্তু এর মধ্যেও ধোঁয়ার কুÐলী বাড়তে দেখা গেছে। ধোঁয়ার মধ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন।
বিশেষ করে মার্কেটটির যে অংশে কাপড়ের দোকানগুলো সেখানকার বিভিন্ন দিক থেকে আগুন দেখা যাচ্ছিলো। সকাল আটটা নাগাদ মার্কেটের তৃতীয় তলাতেই আগুন জ্বলতে দেখা যায়। ধোঁয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় তখন ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে আনা হয়।
সকাল দশটায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়- তাদের মোট ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, নিউ মার্কেটের আগুনের ঘটনায় বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪ জন, বিমান বাহিনী ও আনসারের ১ জন করে ২ জন সদস্য ঢামেকে চিকিৎসার জন্য এসেছেন। ধোঁয়ার কারণে অসুস্থ হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া নিউ মার্কেটের কর্মচারী ও মালিকদের মধ্যে ২০ জন চিকিৎসা নিয়েছেন।
সোয়া দশটার দিকে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তিনি দুর্ঘটনা এড়াতে শুষ্ক মৌসুমে মার্কেটগুলোতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।
তিনি গোয়েন্দা সংস্থা ও পুলিশকে সাম্প্রতিক আগুনের ঘটনাগুলোর মধ্যে নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখার অনুরোধ করেন।
এদিকে, আগুন লাগার ঘটনায় মার্কেটের ১২৭৫টি দোকানের সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মধ্যে তিনতলার প্রায় সবগুলো দোকান ও দ্বিতীয় তলার আংশিক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় তলার বাকি আংশিক ও নিচ তলার দোকানগুলোতে আগুন না পৌঁছলেও ফায়ার সার্ভিসের ছিটানো পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় দোকানগুলোতে দেড় থেকে ২ ফুট পর্যন্ত পানি জমে আছে। এতে করে নিচে স্তুপ করে রাখা মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এ ছাড়া কালো ধোয়ায় অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানান তারা।
নিউ মার্কেটের তিন তলায় থাকা আজিজ গার্মেন্টেসর সোহাগ বলেন, কিছুই রক্ষা করতে পারি নাই। দোকানে ৩৫ লাখ টাকার মাল ছিল। একটা সুতাও বের করতে পারি নাই। সব জ্বলে-পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল।
গতকাল শনিবার রাতে নিউমার্কেটের অগ্নিদুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। তবে, সারারাত এই উদ্ধার কার্যক্রম চলবে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সম্মিলিতভাবে সারারাত এখানে কাজ করবে।
এর আগে গত ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।