সিলেটে দুদিনে সড়কে প্রাণ গেলো ৫ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৪:৫৮:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট ও হবিগঞ্জে দুদিনে সড়কে প্রাণ হারিয়েছেন ৫ জন। গত শুক্রবার ও গতকাল শনিবার পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আউশা নামক স্থানে সিএনজি অটোরিক্সা ও বাসের মধ্যে সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও তার শাশুড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত মানিক মিয়ার স্ত্রী মালতি বেগম(৬০)। দুর্ঘটনায় আরো ৪ জন আহত হন।
জানা যায়, সন্ধ্যা ৬টায় সিলেট থেকে ছাতক অভিমুখী সিএনজি অটোরিকসা ও সিলেটগামী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু খালেদ মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিন হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে মজনু মিয়া(৫০) ও নুরজাহান বেগম(৩০) নামের দুই জন নিহত হয়েছেন। উপজেলার হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে ও নুরজাহান বেগম একই গ্রামের আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী।
জকিগঞ্জ (সিলেট) থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, গতকাল শনিবার জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ-আটগ্রাম সড়কের নান্দিশ্রী নাম স্থানে বাস চাপায় হারিছ আলী (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পলাশপুর গ্রামের মৃত সইব আলীর ছেলে। সন্ধ্যা ৬ টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাস ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি জব্দ করে। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।