নুরুল ইসলাম নৌকার মাঝি
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীতায় চমক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৫:০০:১৮ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় চমক হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।
ক্লিন ইমেজের রাজনীতিবিদ নুরুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামের সাথে রাজনৈতিক চর্চায় সম্পৃক্ত থাকা নুরুল ইসলাম ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। ’৬৬ সালের ছয় দফা, ’৬৯ গণআন্দোলন ও ১৯৭০ সালের নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয় ছিলেন। তিনি ’৬৯ থেকে ’৭২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজ ছাত্রাবাস শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। ’৭২ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ’৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সপরিবারে হত্যার পর তিনি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার পর তিনিও দেশে এসে আওয়ামী লীগের রাজনীতিতে আবার সক্রিয় হন।
এছাড়াও তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ও সিলেট চেম্বার অব কমার্সের তিন বারের পরিচালক ছিলেন।
গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় নুরুল ইসলাম কে জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের ১২ জন নেতা গত ১২ এপ্রিল দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মারা গেলে চেয়ারম্যান পদের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। ১২ জন আওয়ামী লীগ দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলামকে চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সারাজীবনের রাজনীতিকে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে আমাদেরকে সব ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ রক্ষা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রসঙ্গত, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।