সিসিকে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৫:০২:০৭ অপরাহ্ন
নগরীতে আনন্দ মিছিল ॥ ‘দেশের প্রথম স্মার্ট সিটি হবে সিলেট’
স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল শনিবার বেলা ১১টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে সিসিকের মেয়র পদে দলের মনোনয়ন দেয়া হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সেবক নির্বাচিত করলে প্রথম কাজ হবে নগরবাসীকে নিয়ে পরিকল্পিত উন্নয়নের পদক্ষেপ গ্রহণ; শহরটাকে গ্রিণ এবং ক্লিন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী হবে পূণ্যভূমি সিলেট।’
একাধিক মনোনয়নপ্রত্যাশীর ব্যাপারে তিনি বলেন, ‘বড় দল, প্রতিযোগিতা থাকবে। কোন্দল-বিভক্তির কিছু নেই, এটা ইতিবাচক প্রতিযোগিতা। তবে সিলেট আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, জেলা-মহানগর ও মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী সবাই আমাকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন। তাঁরা সকলেই শেখ হাসিনার সিদ্ধান্তে খুশি এবং নৌকা’র বিজয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মনোনয়ন ঘোষণার পরপরই নগরে সহযোগী অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মীরা মিছিলও করেছেন।’
আনোয়ারুজ্জামানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এখন ঢাকায়। আজ রোববার তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতে যাবেন। সোমবার বেলা ২টায় তার সিলেটে আসার কথা।
আনোয়ারুজ্জামান বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গ-সংগঠন মিলে কর্মপরিকল্পনা নির্ধারণ করব। সেই অনুযায়ী সবাই এক যোগে কাজ শুরু করব। ইনশাআল্লাহ আমরা শেখ হাসিনাকে নৌকা’র বিজয় উপহার দিব। এখন আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নির্বাচিত হওয়ার পর দলমত-নির্বিশেষে নগরীর সকল নাগরিকের মেয়র। কোনো দলীয় পরিচয়ে নয়; তখন নগরের প্রত্যেকটি নাগরিক আমার কাছে সমানভাবে মূল্যায়িত হবেন। তাঁরাও দলীয় পরিচয়ে নয়; সকলের সেবক হিসেবে দেখবেন বলে আশাবাদী।’
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়া আরও ১০ জন দলের মনোনয়ন ফরম উত্তোলন করেন। তাঁরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল ও আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু ও এডভোকেট ছালেহ আহমদ, বাফুফের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাহি উদ্দিন আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।
১৯৭০ সালের ১ জুন সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাঁ বাজার ইউনিয়নের পশ্চিম তিলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। বাবা নৌশা মিয়া চৌধুরী এবং মা মোছা. গহিনুন্নেছা চৌধুরী। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী ৬ ভাইয়ের মধ্যে সবার ছোট আনোয়ারুজ্জামান চৌধুরী। ছোট বেলায় বাবাকে হারানো আনোয়ারুজ্জামান স্কুল জীবনে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের (মো. আব্দাল মিয়া-আব্দুল মতিন কমিটি) সমাজসেবা সম্পাদক মনোনীত হন। সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে ছাত্র মিলনায়তন সম্পাদক পদে নির্বাচন করেন। ১৯৯০ সালের শেষের দিকে তিনি যুক্তরাজ্যে চলে যান। সেখানে গিয়ে প্রথমে যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক, সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্যের দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন।
নগরীতে আনন্দ মিছিল : চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট নগরীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়াও আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য সাধারণ জনতা।
গতকাল শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনীত করায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সবাইকে সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।
এর আগে, সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও কোর্ট পয়েন্টে জড়ো হয়। এক সময় পুরো নগরী মিছিলের নগরীতে রূপ নেয়। জয়বাংলা, শেখ হাসিনা, নৌকা ও আনোয়ারুজ্জামান চৌধুরী শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো নগরী।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারী যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধিত করেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে নিয়ে আসেন সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে। শহীদমিনারে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। সিলেটে ফিরে আনোয়ারুজ্জামান মুখোমুখি হন গণমাধ্যমের।
অন্য সিটিতে মনোনয়ন পেলেন যারা : আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার বোর্ডের সভাশেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনে বাদ পড়েছেন আগের মেয়ররা।
এবার বরিশালে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র আপন চাচা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ভাগ্নে। এই সিটিতে দলীয় মনোনয়নের দৌড়ে চাচার কাছে হেরে বাদ পড়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
অন্যদিকে, গাজীপুরে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ। এই সিটিতেও বাদ পড়েছেন আগেরবারের প্রার্থী, বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম।#
তফসিল ঘোষিত অন্য দুই সিটি রাজশাহী ও খুলনায় প্রার্থী পরিবর্তন করেনি আওয়ামী লীগ। দুটি সিটি করপোরেশনে বর্তমান দলীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তালুকদার আব্দুল খালেকই নৌকার মাঝি হয়ে লড়বেন।
গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর, রাজশাহী ও সিলেট ২১ জুন এবং খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ হবে।