ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৫:২১:০৪ অপরাহ্ন

ওসমানীনগর থেকে নিজস্ব সংবাদদাতা : বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেফারকৃতরা হচ্ছে-উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের বশর উদ্দিন (৫৫), তার স্ত্রী ফুলতেরা বেগম (৪৮) ও ছেলে লিখন মিয়া (২২) ও মালেকা মিয়া (২৮), গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের তখলুছ মিয়া (৫০), আলকাছ মিয়া (৩৫), সুজিনা বেগম, তাজপুরের খাশিপাড়া গ্রামের আখলাকুর রহমান সোহেল (৩৫) ও লালকৈলাশ গ্রামের সম্রাজজ আলী (৩২)।
ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।