বিভিন্ন স্থানে ইফতার মাহফিল
হিংসা-বিদ্বেষ ভুলে সুখী-সমৃদ্ধ সমাজ গঠনের শিক্ষা রমজানের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ৯:৪৬:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সুশঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে পারস্পারিক সহযোগিতায় সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয় পবিত্র মাহে রমজান।
সিলেটস্থ বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ : সিলেটস্থ বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের ইফতার মাহফিল গত শুক্রবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডিআইজি (প্রিজন) ও সংগঠনের পৃষ্ঠপোষক মো. ছগীর মিয়া। সংগঠনের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর এজিএম মো. ওবায়দুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।
সংগঠনের সেক্রেটারী মাওলানা রুহুল আমীনের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য শাবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল আমীন ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ডিএমস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী। ধন্যবাদ বক্তব্য রাখেন ইফতার কমিটির আহবায়ক আহমেদ সারওয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লালদিঘীরপার শাখার ব্যবস্থাপক মো. মহিদুল ইসলাম, উত্তরা ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক ফয়সাল আহমদ, এভারগ্রীণ একাডেমির অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীর, চাঁদপুর সমিতির সভাপতি ড. জহিরুল ইসলাম প্রমুখ। মাহফিলে পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যনির্বাহী ও আজীবন সদস্যসহ প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
২৪নং ওয়ার্ড বিএনপি : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় দরিদ্র, দুস্থ ও পথচারীদের মধ্যে নগরীর ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার নগরীর তেররতন এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিকের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসুর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাজী আশরাফ আলী, সাবেক সদস্য একে মালেক, বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক ডুমাই, পিয়ার উদ্দিন পিয়ার, কয়েস আহমদ সাগর, মুকিত আহমদ, যুগ্ম সম্পাদক রুহেল আহমদ, বিএনপি নেতা আহাদ আহমদ, মাহবুব আহমদ, যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ, মুহিন আহমদ, গফফার আহমদ, আলম আহমদ, হেলাল আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, আব্দুল হাফিজ দিলওয়ার, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবদল নেতা কায়েস আহমদ, সাদ্দাম আহমদ, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহফুজ আহমদ, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মুক্তা আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমদ হৃদয় প্রমুখ।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল : রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম স্মৃতি ট্রাস্ট এর উদ্যোগে ২ শতাধিক কোরআন হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী।
ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম আরএফএসএম এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মনসুর আহমেদ পিএইচএফ, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটারিয়ান পিপি এমএ রহিম আরএফএসএম, রোটারিয়ান অসীম ধর্মজিত সিনহা আরএফএসএম, রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ পিএইচএফ, রোটারিয়ান জুবায়ের আহমেদ আরএফএসএম, রোটারিয়ান ইমদাদ হোসেন আরএফএসএম, রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম, মরহুম রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম এর ছেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা আ ন ম মনছুফ, আ ন ম জাফর, গ্যালারিয়া শপিং সিটির ব্যবসায়ী আ ন ম জিয়া, মোহাম্মদ মুহিবুর রহমান এর দৌহিত্র ও সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (পূর্ত শাখা) মুহতাসিম আহমেদ তানভীর প্রমুখ।
সিলমেইট গ্রুপ : পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলমেইট গ্রুপ এর পক্ষ থেকে ইফতারী বিতরণ করা হয়েছে। গত রোববার বাদ আসর নগরীর কাজিটুলা এলাকায় পথচারী ও রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ইফতার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন মীর জসিম উদ্দিন জিলহাদ।
এসময় উপস্থিত ছিলেন আতা মিয়া, শাহজান মিয়া, পাপ্পু, কয়সর, মীর ফরহাদ, আরমান, সাইদ, রিংকু ফয়েজ আহমদ, জসিম, রাজু, সাদি, রুহেল, দেলওয়ার প্রমুখ।
ক্লিন সিটি’র ৪ টেখায় ইফতার : নগরীর আম্বরখানা পয়েন্টে ক্লিন সিটি এর উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে ৪ টেখায় ইফতার ইভেন্টের তৃতীয় বারের মতো প্রায় ৩ শতাধিক পথচারী রোজাদারের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এছাড়াও তিনটি মাদ্রাসা ও এতিমখানায় দেড় শতাধিক প্যাকেট বিতরণ করা হয়েছে।
বিগত তিন বছর ধরে রমজান মাসে ৪ টেখায় ইফতার বিতরণ করে আসছে ক্লিন সিটি সামাজিক এই সংগঠন।
ক্লিন সিটির সভাপতি নাজিব আহমেদের সভাপতিত্বে ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক সাঈদ চৌধুরী টিপু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত মুক্তা, ওয়েভস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলিম জুয়েল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভস সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, জয়ন্ত কুমার দাস, ক্লাবের সদস্য রুহুল আমিন রুহেল, প্রদীপ মালাকার, তারেক রহমান, ইসতিয়াক হোসেন, রাসেল আহমদ, আহনাফ আহমেদ নাহিন, ওয়েছ চৌধুরী, মো. রাসেল আহমদ, আলমগীর নয়ন, নোমান আহমদ, মিনহাজ মাহাদী, শাহীন আহমদ, আবদুস শহীদ সাদেক, নাদিম আহমদ, নিজাম আহমদ, সাবের আহমদ প্রমুখ।
বিএনপি নেতা আকতার রশিদের পরিবার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় ও বঞ্চিত মানুষের মধ্যে নগরীর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী’র পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত শনিবার রাতে কদমতলীতে এ অর্থ বিতরণ করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী’র সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহাবুব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আহমেদ, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক লাবলু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে এক হাজার টাকা করে ৫০ হাজার টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ।
নবীগঞ্জ কল্যাণ সমিতি : সিলেট মহানগরীতে বসবাসরত নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এর হলরুমে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ফজল এডভোকেট এর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ খালেদ মহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, এস এম পি ডিসি (ট্র্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, মৌলভী বাজার সমিতির সাধারণ সম্পাদক মাহবুব ফেরদৌস। আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর হেলিম উদ্দিন, সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল করিম দলা মিয়া, বিএর টি কমকর্তা জিল্লুর রহমান চৌধুরী, ইফসুফ আলম, বয়েতউল্লাহ, শাহ মোস্তাকিম প্রিন্স, জোয়াহির, মাহমুদ হাসান, শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, শাহ তোফাজ্জল হোসেন প্রমুখ।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি : বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক ও সিলেট জেলার সভাপতি মনসুর আহমদ লস্কর, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগের মহাসচিব মো. আব্দুল খালিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলার সভাপতি কাজী শামসুল হুদা সোয়েল, সিলেট জেলার নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত দে, মৌলভীবাজার জেলার সভাপতি অসিত দেব, হবিগঞ্জ জেলার সভাপতি শেখ বদরুল আলম।
২৫নং ওয়ার্ড বিএনপি : ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীতে অসহায় দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার নগরীর দক্ষিণ সুরমা রেল গেইটস্থ মারকাজ পয়েন্টে ইফতার বিতরণ করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর মহিলা দলের সভানেত্রী ও সিসিক কাউন্সিলর রুকশানা বেগম শাহনাজ এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব।
সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আফজাল উদ্দিন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রুজন, ইকবাল, কামাল, নসিবুর রহমান বেলাল, দিদারুল ইসলাম দিদার ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ শিপু প্রমুখ।
বিএনপি ও সহযোগী সংগঠন : মেজরটিলা ইসলামপুর বাজারে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার রোজাদারদের মাঝে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ করেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল।
অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি সদস্য জসীম উদ্দিন, সাবেক সদস্য আবুল খায়ের, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মছব্বির মেম্বার, সদর উপজেলা বিএনপির সহ-সম্পাদক ইজ্জাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আকবর আলী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান রফিক, জেলা যুবদল সদস্য হেলাল আহমদ, জেলা যুবদল নেতা বেলাল আহমদ, জুম্মান আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, যুবদল নেতা দুলাল আহমদ, সৈয়দুর রহমান, বাবর উদ্দিন, বাবলা হোসেন, মো. মুরাদ, আফজল আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিপন, জেলা যুবদল নেতা আলামিন আহমদ, রুমন আহমদ মিজান আহমদ, শিপু আহমদ, আজাদুর রহমান আজিম, ফরহাদ আহমদ প্রমুখ।
সিলটি পাঞ্চায়িত : সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষে গঠিত সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মকসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট মামুন রশিদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রভাষক জাহাঙ্গীর আলম।
সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, কবি বাহা উদ্দিন বাহার, মো. মাহাজারুল ইসলাম মেনন, বাউল শিল্পী আলাউদ্দিন, সিলেট সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়া, আনিকা তাহসিন, তানিয়া আক্তার, আজাদ আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন এডভোকেট আব্দুল হান্নান।
পায়রা সমাজকল্যাণ সংঘ : নগরীর দরগা মহল্লায় পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সংঘের কার্যালয়ের পাশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু’র পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের।
এসময় উপস্থিত ছিলেন দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ খলিলুর রহমান কামরান, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম মুর্শেদ আহমদ টিপু, সংঘের উপদেষ্টা সাদিক মিয়া, সিনিয়র সহ- সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সংঘের সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী ও রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মো. আজিজুল করিম, ক্রীড়া সম্পাদক সাহেদুর রহমান সাবলু, দপ্তর সম্পাদক শাহীন আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ শাহাদত, সমাজকর্মী মুফতি কমর উদ্দিন কামু, সংঘের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসাজিদের পেশ ইমাম মাওলানা আলমগীর হোসেন।
‘পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট : ‘পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট’ এর ইফতার মাহফিল ও নবীনবরণ শুক্রবার সিলেট শহরস্থ পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আতিউল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর আব্দুস সামাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন। ইফতার মাহফিলে মোনাজাত করেন প্রফেসর ড. আতিউল্লাহ।
বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জাপা নেতা আতিকের খাদ্য বিতরণ : বালাগঞ্জ উপজেলার সদর ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বালাগঞ্জের সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হাসান আহমদ, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তার আলী, সিনিয়র সহ-সভাপতি ছানাউল হক মুসা, সাধারণ সম্পাদক এডভোকেট মঈনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আতিক, যুগ্ন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ইয়াওরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এতিম শিশুদের নিয়ে ভি জেড বিজনেস গ্রুপের ইফতার মাহফিল : সিলেট সদর উপজেলার ছালিয়ারচর উম্মাহ ইন্সটিটিউটের এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার সম্পন্ন করেছে ভি জেড বিজনেস গ্রুপ। শনিবার ইন্সটিটিউটের শিক্ষার্থীসহ গ্রুপ সদস্যদের এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি আতিকুর রহমান। সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আলোকচিত্রী শাহজাহান খসরু, সাংবাদিক খালেদ আহমদ ও কার্তিক পাল।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদ, সহ সভাপতি মুজিব আহমেদ, সহ সভাপতি শাহিনুর রহমান,সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, গ্রুপের সদস্য কামরুল ইসলাম,আবদুল ওয়াদুদ,সাগর চন্দ্র দাস,কাবুল আহমেদ, রুকন আহমদ, বাবুল মিয়া, জাহেদ আহমদ, শাহিনুর রহমান শাফি, রহমত আলী, মজনু মিয়া, তাওহিদ আহমদ, আনিক খাঁন, মুস্তফা মাহমুদ ও সুকান্ত তালুকদার। করোনাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বন্ধু মহল নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভি জেড বিজনেস গ্রুপের জন্ম হয়। সেসময় প্রতিষ্ঠাতাকালীন সদস্য যুক্তরাজ্য প্রবাসী কামাল আহমদকে সভাপতি, মধ্যপ্রাচ্য প্রবাসী মুজিব আহমদকে সহ-সভাপতি ও শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যার মাধ্যমে গত তিন বছর ধরে সুন্দর ও শৃঙ্খলাভাবে গ্রুপটি পরিচালিত হয়ে আসছে।