তেমুখী থেকে ৩ ছিনতাইকারী আটক ১১টি মোবাইল ও বিদেশি মুদ্রা উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ৯:৪৮:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর তেমুখীতে ইফতারের আগে ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাদের আটক করা হয়। পরে ছিনতাইকারীদের আস্তানা থেকে ১১টি মোবাইল ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- মো. সালাহ উদ্দিন (২৮), মইন হোসেন (২৬) ও রহমত আলী (১৩)। তাদের কাছ থেকে ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত রিক্সা জব্দ করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে একটি বাসা থেকে ইতিপূর্বে ছিনতাইকৃত বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই তিন জনকে আটকের সময় তাদের সহযোগী আরও কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস রোডস্থ মাসুক বাজার রাস্তার মুখে ছিনতাই করার উদ্দেশ্যে একদল ছিনতাইকারী অবস্থান করছে জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা সিলেটের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছে। এক পর্যায়ে আটককৃতদের দেওয়া তথ্যমতে গোলাম রব্বানী নামে তাদের সহযোগী ছিনতাইকারীর জালালাবাদ থানাধীন উপরপাড়াস্থ ভাড়া বাসা থেকে ১১টি মোবাইল ফোনসহ বেশ কিছু বিদেশি টাকার নোট উদ্ধার করে পুলিশ। এগুলো তারা বিভিন্ন সময় ছিনতাই করেছিলো।