সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন বলে জেলা প্রশাসক ও পাউবো কর্মকর্তাদের ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ৯:৫৭:৩২ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের হাওরে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। গত শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধের ১ নম্বর প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এমন দাবি জানান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, এ জেলার মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই বোরো ফসলের উপর। ফসল রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর বাঁধ নির্মাণ করে। এবারের সকল কাজ আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি।
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ১৫ মার্চের আগে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে দাবি করে বলেন, এখনও আমাদের তদারকি অব্যাহত আছে। ফসল ঘরে উঠার আগ পর্যন্ত সকল উপজেলায় আমাদের বিভিন্ন টিম তদারকি কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, কয়েকদিন যাবৎ আবহাওয়া উত্তপ্ত। দীর্ঘদিন এমন খরা থাকলে পরবর্তীতে কিন্তু বৃষ্টি হয়। যেভাবে আবহাওয়া উত্তপ্ত হয়ে আছে এমন থাকলে ঝড়, টর্নেডো, শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগেরও একটা আশঙ্কা থাকে। হাওরে ৮০ শতাংশ ধান পেকে আসলেই তা কাটার উপযুক্ত হয়ে যায়। তাই,কৃষক ভাইদের অনুরোধ করছি হাওরে পাকা ধান দ্রুত কেটে ফেলতে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও শামসোদ্দাহা, বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ প্রমুখ।