টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ১০:০৯:০৬ অপরাহ্ন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল রোববার বেলা ৩টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি জাতির সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। আনোয়ারুজ্জামান চৌধুরীর আগামীকাল সিলেট ফেরার কথা রয়েছে।
এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। আমি দল এবং সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে নেত্রীর আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রকৃত অর্থে একটি ক্লিন, গ্রিন ও স্মার্ট সিলেট মহানগর গড়তে প্রাণপণ চেষ্টা চালাবো।
এরআগে সকাল ১০টায় আনোয়ারুজ্জামান চৌধুরী গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নেন ও ফুলেল শুভেচ্ছো জানান এবং মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর।-বিজ্ঞপ্তি