রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব শেখ মকন মিয়া আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ১০:১২:১৬ অপরাহ্ন
বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া আর নেই। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ছেলে মোঃ মতিউর রহমান জানান, তার বাবা দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার বিকেলে হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল রোববার রাত এগারোটায় স্থানীয় মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সিলেটের সর্বস্তরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
শেখ মকন মিয়া দীর্ঘদিন দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। জেলা বিএনপির সর্বশেষ কমিটিতে তাকে সিনিয়র উপদেষ্টা পদে রাখা হয়। তিনি ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক সদস্য, সদর দক্ষিণ নাগরিক কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
বিভিন্ন মহলের শোক
খন্দকার মুক্তাদির : সিলেট জেলার প্রবীণ বিএনপি নেতা, জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সালিশ ব্যক্তিত্ব শেখ মকন মিয়া চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শোকবার্তায় তিনি মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
জেলা বিএনপি : সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি আলহাজ শেখ মকন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শেখ মকন মিয়ার ভূমিকা সিলেটবাসী আজীবন স্মরণ করবে। তিনি আজীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শোকবার্তায় তারা বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
মহানগর বিএনপি : শেখ মকন মিয়া চেয়ারম্যানের মৃত্যুতে এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শেখ মকন মিয়া আজীবন জাতীয়তাবাদী আদর্শের সংগ্রামে একজন অকুতোভয় সৈনিক হিসেবে লড়াই করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ : সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, তিনি ছিলেন ব্যবসায়ীদের অভিভাবক। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হবার নয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা : বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম ও সদস্য সচিব আব্দুর রহমান রিপন এক শোক বার্তায় বলেন, আলহাজ্ব মকন মিয়ার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হবার নয়।
খেলাফত মজলিস : আলহাজ্ব শেখ মকন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সংগঠনের জেলা সভাপতি নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন এবং সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি : আলহাজ শেখ মো. মকন মিয়া’র মৃত্যুতে দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু এক শোক বার্তায় মরহুমের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।