ঈদের পর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ১০:৪০:৩৭ অপরাহ্ন

দেশে ফিরে মেয়র আরিফ ॥ নগরীতে শোডাউন
অবস্থান খোলাসা না করায় নগরবাসীর মধ্যে কৌতুহল
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতরের পর নগরীর ৪২টি ওয়ার্ডের বাসিন্দাদের মতামত নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তের কথা জানাবেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। যুক্তরাজ্যে দু’সপ্তাহের সফরশেষে দেশে ফেরা উপলক্ষে তাকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান এখনো খোলাসা না করায় নগরবাসীর মধ্যেও এ নিয়ে কৌতুহলের শেষ নেই।
রোববার ওসমানী বিমানবন্দরে দেয়া সংবর্ধনার জবাবে তিনি বলেন, এ বিষয়ে ‘অল্প সময়ের মধ্যে’ তিনি তাঁর সিগন্যাল জানিয়ে দেবেন। মেয়রের দেশে ফেরা উপলক্ষে ওসমানী বিমানবন্দরে এদিন তার শুভাকাঙ্খীরা বিশাল শোডাউনের আয়োজন করে।
মেয়র আরিফ বলেন, তার দল নির্বাচনে যাচ্ছে না, তবে নগরবাসীর আকাঙ্খাকে মূল্যায়ন করবেন।
দেশে পৌছে সাংবাদিকদের আরিফুল হক বলেন, ‘আপনারা জানেন আমার দল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছে না। আমি আমার এলাকার, সিলেটের মানুষের এবং দলের নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করব।’
বিমানবন্দরে সংক্ষিপ্ত ব্রিফিংশেষে আরিফুল হক চৌধুরীকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে তাকে তার বাসভবনে নিয়ে আসা হয়।
বাসভবনের সম্মুখে দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মহানগরীর উন্নয়নে অতীতে যেভাবে কাজ করেছি, আগামীতেও সেভাবে কাজ করবো। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দলের সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেন্টিমেন্টের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অগাধ বিশ্বাস রয়েছে। দলীয় নেতা-কর্মী এবং জনগণকে নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করবো। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের উন্নয়নে কাজ করে। সিসিকের ৪২টি ওয়ার্ডের বাসিন্দাদের মতামত নিয়েই ঈদের পর আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব।
সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে নির্বাচনে ইভিএম থাকতো। এরই মধ্যে সিলেটের প্রশাসন যন্ত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এ অবস্থায় নির্বাচনে যাওয়া না যাওয়া একটি সিদ্ধান্তের বিষয়। প্রসঙ্গক্রমে তিনি পূণ্যভূমি সিলেটের মাটিতে অন্যায় করে কেউ পার পাবে না।
শোডাউনের সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সালেহ আহমদ খসরুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সিসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন গত ২ এপ্রিল যুক্তরাজ্য সফরে যান মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেটসহ ৫টি সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।