ঈদ কেনাকাটা ও অতি আধুনিকতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ৩:৩৫:২৩ অপরাহ্ন
খুররম আজাদ
রহমত, বরকত, ফজিলতের মাস রমজান। প্রতি বছর বিশ্বের মুসলিম উম্মাহ কৃচ্ছতা সাধনের মাধ্যমে এই মাসকে পালন করে থাকেন। দেখা যায় সারা বছর যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না তারাও রমজান মাস এলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। সাথে এশার পর তারাবীহ এর নামাজও আদায় করে থাকেন। কারণ কেউই এই পুণ্যময় মাসের পুণ্য হতে নিজেকে বঞ্চিত করতে চান না। রমজানের মূল শিক্ষা হলো আত্মসংযম। কারণ সারা বছর স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করে এই একটি মাস কঠোর নির্দেশের মধ্যে থাকার জন্য আল্লাহ সওম বা রমজান দিয়েছেন। এই পুণ্যময় মাস পাওয়ার আশায় মুসলমানরা অপেক্ষায় থাকেন। কিন্তু এরই বিপরীত কিছু দেখা যায় অতি আধুনিক তরুণীদের মাঝে।
যা রীতিমত আমাদের সমাজ ব্যবস্থার জন্য অশনী সংকেত। এসব টষঃৎধ গড়ফবৎহ তরুণীরা যেন অপেক্ষায় থাকে রমজান মাসের জন্য কখন রমজান আসবে। মুসলমান মাত্রই এই মাসে অতিরিক্ত ইবাদত বন্দেগীর চিন্তায় মশগুল হন। আর এরা অপেক্ষা করে কখন রমজান ১০/১৫ পার হবে। দশম রমজান এর পর থেকে আর রাস্তায় চলাচল করতে এদের পদচারণায় হিমশীম খেতে হয়। বিগত কয়েক বছর থেকে এই বিষয়টি দৃষ্টিগোচর হচ্ছে। পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেন, ‘তোমরা জাহেলী যুগের ন্যায় বাইরে ঘুরে বেড়িও না’। কিন্তু এর লেশমাত্র আমরা এসব তরুণীদের আচরণে দেখতে পাই না। এরা দু’ধরনের গুনাহ এ লিপ্ত। এক. এরা নিজেরা অশালীন পোশাক পরে উগ্রসাজে যখন রাস্তায় বের হয়। তখন তারা উগ্রসাজ উগ্রপোশাকের জন্য এক ধরনের গুণাহগার হল। আর তাদের দেখে পিছু নেয় আরেক নাফরমান বখাটের দল। যারা পরিবার হতে বিচ্ছিন্নই বলা চলে। এদেরকে প্রভাবিত করার জন্য এসব তরুণীর ডাবল গুণাহ হয়। তাই ইসলাম নির্দেশিত পথে পর্দারসহিত আবরো হয়ে কেনাকাটায় বাধা নেই। কিন্তু বেআবরু হয়ে গার্ডিয়ান ছাড়া শপিং এর নামে বেহায়াপনা ইসলাম ও সমাজ সমর্থন করে না। এই পবিত্র মাসে পুণ্য না করতে পারলেও গুনাহ করা কি সমীচীন। শপিং সেন্টারে গেলে দেখবেন তরুণীদের অবস্থা।
এরা মনে হবে পুরো মার্কেট ও রাস্তা সকাল হতে রাত অবধি দখল করে রাখে। এরা যে কি পরিমাণ পরহেযগার, কারণ দুপুরে আসল আর রাত অবধি মার্কেটে। ইফতার তাদের কাছে মুখ্য নয়- এতেই বোঝা যায় এরা কি রোজাদার- নাকি বেরোজাদার। আমাদের সবার পরিবারের তরুণীদের প্রতি যতœবান হওয়া জরুরি। কারণ আপনি সরল মনে বান্ধবীর সাথে শপিং এ যাবার অনুমতি দিলেন। কিন্তু এতে তাকে ভালোর বদলে খারাপে উৎসাহিত করলেন। সঙ্গ দোষেই ছেলে/মেয়েরা বেশি খারাপ হয়। বর্তমান সমাজে মেয়েদের একা বাহিরে যেতে দেয়াকে আধুনিকতা মনে করে। তাই রমজানের পবিত্রতার প্রতি খেয়াল রেখে তরুণীদের শপিং করা উচিত। নচেৎ না দুনিয়া না আখের। আল্লাহ সবার মঙ্গল করুন।
লেখক : শিক্ষক।