ওসমানীনগরে রাস্তায় মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ৬:২২:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালের দিকে উপজেলার আহমদ নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, গতকাল সোমবার সকালে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ আহমদ নগর এলাকার রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।