বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল এক স্মরণীয় দিন ——সৈয়দা জেবুন্নেছা হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ৬:৩৪:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। পৃথক কর্মসূচিতে বক্তারা বলেছেন, ১৭ এপ্রিল শুধুমাত্র একটি দিবস নয়, বাঙালির হাজার বছরের স্বাধীনতার ইতিহাসের পথপরিক্রমায় এক অনন্য মাইলফলক। দিবসটি উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে অবদান রাখবে।
জেলা ও মহানগর আওয়ামী লীগ : ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। গত সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দা জেবুন্নেছা হক।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন- বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল এক স্মরণীয় দিন। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে ৩০ লাখ শহীদ আর আড়াই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া যুদ্ধের সফল পরিণতি ঘটে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে। তিনি বলেন, মুজিবনগর সরকার একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের সরকারের মতোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সব প্রকার নীতি নির্ধারণসহ যুদ্ধের কৌশলগত বিষয়েও সিদ্ধান্ত গ্রহণে গভীর প্রজ্ঞার পরিচয় দেয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর নামে এই অস্থায়ী মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় দিকনির্দেশনাসহ দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমু গড়ে তোলা এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, মুজিবনগর সরকারের মেধাবী নেতৃত্বে পাকিস্তান পরাজিত হয়। যুদ্ধরত একটি জাতিকে, একটি সুসংগঠিত মুক্তিবাহিনীকে সঠিক দিক-নির্দেশনা এবং নেতৃত্বের মাধ্যমে বিজয় অর্জন সম্ভব হয়েছিল এই মুজিবনগর সরকারের মাধ্যমে।
এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন- স্বাধীন ও সার্বভৌম ভূখন্ড হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে ঐতিহাসিক মুজিবনগর দিবস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি বলেন, ১৭ এপ্রিল শুধুমাত্র একটি দিবস নয়, বাঙালির হাজার বছরের স্বাধীনতার ইতিহাসের পথপরিক্রমায় এক অনন্য মাইলফলক।
নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী করতে দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, এডভোকেট মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ।
মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এ. টি. এম. হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, সৈয়দ কামাল, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, এডভোকেট তারাননুম চৌধুরী, সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আব্দুল মালিক সুজন, আলহাজ্ব এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ আব্দুর রব হাজারী, মুহিবুর রহমান ছাবু, সালউদ্দিন বক্স সালাই, রোকন আহমদ, আক্তার হোসেন, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, আনসার আহমদ কয়েছ ও সাধারণ সম্পাদবৃন্দ মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, আহমেদ হান্নান, ফজলে রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, আনোয়ার হোসেন আনার প্রমুখ
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন : সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, মুজিবনগর সরকারের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল দেশ। অনেকে অনেক কথা বলেন, কোথায় ছিলেন সেইদিন জিয়াউর রহমান। ’৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দেশকে পিছনে রাখার জন্য। তিনি বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। তা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের জন্য।
গতকাল সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা এর সভাপতিত্বে ও উপজেলা সুপারভাইজার রিমা দাসের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, মোগলাবাজার থানা ওসি রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ইন্সস্ট্রাক্টর মোঃ লুৎফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, হয়রত চান্দে আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল করিম, রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ ইউনুস আলী।
এমসি কলেজ : এমসি কলেজ থেকে সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুরারিচাঁদ কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কলেজের শিক্ষাবিদ সম্মেলনকক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো: রিয়াজ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো: তৌফিক এজদানী চৌধুরী।
বক্তব্য রাখেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রণব কান্তি তালুকদার। আরও বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফুল কবীর।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো: রিয়াজ তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন আলী ও গীতাপাঠ করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক কালিপদ আচার্য্য। দোয়া মাহফিল পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান।