আজ সিলেট-চাঁদপুর রুটে ‘স্পেশাল ট্রেন’ চালু হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ৬:৫৭:৪২ অপরাহ্ন
এনামুল হক রেনু : আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে সিলেট-চাঁদপুর রুটে প্রথমবারের মতো একজোড়া ‘স্পেশাল ট্রেন’ চলাচল শুরু হচ্ছে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ঈদযাত্রার সব টিকেটই করতে হচ্ছে অনলাইনে।
রেলওয়ে তথ্য অনুযায়ী, সিলেট-চাঁদপুর রুটে চলাচল করবে ঈদ স্পেশাল ট্রেন-৯ ও ১০। ঈদ স্পেশাল-৯ ট্রেনটি আজ মঙ্গলবার যাত্রা শুরু করবে। ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করে ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে আবার চালু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। অপরদিকে ১৯ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে ঈদ স্পেশাল-১০। এটিও ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করে ঈদের দিন বন্ধ থেকে পরদিন থেকে আবার চালু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। ঈদ স্পেশাল-৯ বিকেল ৪টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিট নাগাদ। আর ঈদ স্পেশাল-১০ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সিলেট আসবে দুপুর ১২টায়। প্রতিটি ট্রেনে আসন থাকবে ৫১৪টি করে।
জানা গেছে, সিলেট বিভাগীয় শহরে কুমিল্লা জেলার প্রায় ৫০ হাজার ও চাঁদপুর জেলার প্রায় ৪০ হাজার মানুষ বিভিন্ন পেশায় কর্মরত। সিলেট অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয়েও চাঁদপুর-কুমিল্লার অনেক শিক্ষার্থী পড়াশোনা করছেন। সিলেট থেকে কুমিল্লা ও চাঁদপুর জেলায় প্রতিদিন মোট ৩০টি বাস চলাচল করে। এ বাসগুলোর সেবার মান খুবই নিম্ন। সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলরত দুটি আন্তঃনগর ট্রেনে বৃহত্তর কুমিল্লার অধিবাসীদের জন্য স্বল্পসংখ্যক সিট বরাদ্দ রয়েছে, যা সিলেট বিভাগে বসবাসরত জনসংখ্যার তুলনায় অনেক কম। তাই তাদের দীর্ঘদিনের দাবি এ রুটে একজোড়া আন্ত:নগর ট্রেন চালু করা হোক। এ দাবির প্রেক্ষিতেই এ রুটে আন্তঃনগর ট্রেন চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রুটটিতে নতুন একটি ট্রেনের সম্ভাব্যতা যাচাই ও মতামত তৈরি করছে রেলওয়ে। ইন্দোনেশিয়া থেকে আসা নতুন রেক দিয়ে ট্রেনটি চলতি বছরের মধ্যে চালু করা হতে পারে। আর এ প্রক্রিয়া চূড়ান্তের লক্ষ্যেই এবার ঈদকে কেন্দ্র করে এ রুটে পরীক্ষামূলকভাবে ‘স্পেশাল ট্রেন’ চালু হচ্ছে।
এ ব্যাপারে সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, যাত্রীদের ঈদযাত্রার আনন্দকে আরও রাঙিয়ে তুলতে ‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ঈদের সময় যাত্রীদের ভোগান্তি হ্রাস করতে এসব ‘স্পেশাল ট্রেন’ চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে, বিশেষ ট্রেনটি ঈদের দিন বন্ধ থাকবে।
‘স্পেশাল ট্রেন’ চালু হওয়ায় এই রুটে নিয়মিত ট্রেন চালু নিয়ে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।