গোয়াইনঘাটে আশ্রয়ন প্রকল্পে সুবিধাবঞ্চিত মানুষের সাথে ইফতার করলেন মন্ত্রী ইমরান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ১০:৪০:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : ঈদুল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে গোয়াইনঘাটের নওয়াগাঁও আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী প্রান্তিক মানুষের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। গতকাল সোমবার নওয়াগাঁও আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে এক টেবিলে বসে ইফতার করে সুবিধাবঞ্চিত মানুষের মন কেড়েছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী। তৃর্ণমূলের নেতাকর্মীরা শক্ত অবস্থানে আছে বলেই প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটে। আওয়ামী লীগের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে দেশের উন্নয়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার প্রতিটি স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তিনি।
নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল হয়ে উঠেছিল সুবিধাবঞ্চিত মানুষ -মন্ত্রী-সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মিলনমেলায়।
এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার ১০৩টি পরিবারের মাঝে বিতরণ করেন। পাশাপাশি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রায় সাড়ে ৩’শ শিশুর হাতে চকলেট তুলে দেন।
তাকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি এলাকার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা অপরিসীম। আওয়ামী লীগ সরকার নিজের স্বার্থে কিছু করে না। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনেকে আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে নিজের ভাগ্য গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। তৃণমূলের সকল নেতাকর্মীকে আবারও নৌকার বিজয়ের লক্ষ্যে মাঠে নামতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সাথে থেকে উপজেলার প্রতিটি উন্নয়ন করে যাচ্ছি। আসন্ন নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য তামান্না নাজমুল হেনা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দীন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বিলাল উদ্দিন।