কর্মজীবী মহিলাদের সাথে নজরুল ইসলাম বাবুলের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৫:৩০:৩০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, অবহেলিত নারী সমাজের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। নগরবাসীর ভোটে নির্বাচিত হলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী সমাজের পাশাপাশি অসহায়, দারিদ্র পীড়িত মহিলাদের কল্যাণে কাজ করে যাবো। তিনি গত শনিবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড়ে কর্মজীবী মহিলাদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য বেবী আক্তার তান্নির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান-এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন। জাতীয় পার্টি মহানগর শাখার অন্যতম নেতা মামুনুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সাব্বির আহমদ আজাদ, আতাউর রহমান, মাসুক মিয়া, সেনরা বেগম, মনি বেগম, রুজি বেগম, নিলা বেগম, মনিরা বেগম, তারিন আক্তার, তাজিন বেগম, আছমা বেগম, রোকসানা বেগম, হাসিনা খানম, সুমি আক্তার, সাজিনা বেগম, নাজমা বেগম, তাসলিমা বেগম, পারভিন আক্তার, রেখা বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি