ফেঞ্চুগঞ্জে রাস্তার কাজের উদ্বোধন
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে —-এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৩, ৫:৩৪:৪৭ অপরাহ্ন
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, বর্তমান সরকার মানুষের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে যা অতীত কোন সরকারের আমলে হয়নি।
তিনি গতকাল রোববার ৪ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাদেশ্বর মীরগঞ্জ মানিককোনা ফেঞ্চুগঞ্জ সড়ক এর ৬ কিলোমিটার নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, সিলেট সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান। আরো বক্তব্য রাখেন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আকাইদ হোসাইন। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহিন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, সিলেট জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আতিকুর রহমান মিঠু, যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান ডেনেস, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ প্রমুখ।-বিজ্ঞপ্তি