সিসিক নির্বাচনে নারীর তুলনায় পুরুষ ভোটার ২১ হাজার বেশি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৩, ৭:৪৯:০২ অপরাহ্ন

কাউসার চৌধুরী :
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নারী ভোটারদের তুলনায় এবার পুরুষ ভোটারের সংখ্যা ২০ হাজার ৯৭৯ জন বেশি। এ বছর সিসিকের মোট পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন। আর ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার। ৪২ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। নির্বাচন কমিশন ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার ফয়সাল কাদের এ প্রসঙ্গে সিলেটের ডাককে বলেন, নারী ভোটারের তুলনায় এবার পুরুষ ভোটারের সংখ্যা বেশি। ভোটারের ক্ষেত্রে নারী-পুরুষ বলে কোনো ভেদাভেদ নেই। নির্বাচন কমিশনের কাছে সকল ভোটারের পরিচয় এক এবং অভিন্ন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে আমরা নারী ও পুরুষ ভোটারদের সহযোগিতা কামনা করি।
ইসি সূত্রে জানা গেছে, সিসিকের ১ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৭৯ জন ও ৪ হাজার ৪৪১ জন হলেন নারী ভোটার। ২ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯৮২ জন ও নারী ভোটার ৩ হাজার ৪৫৫ জন। ৩ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৬ হাজার ৮৫৩ জন ও ৫ হাজার ৬১০ জন হলেন নারী ভোটার। ৪ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ হাজার ২৭৭ জন ও নারী ভোটারের সংখ্যা ৪ হাজার ৬১৮ জন। ৫ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৩৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮১৭ জন ও নারী ভোটার ৮ হাজার ৫৪২ জন। ৬ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২১০ জন ও নারী ভোটার ৬ হাজার ৬১৭ জন। ৭ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৬৫৪ জন ও নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২১৯ জন। ৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটার হলেন ২০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮১০ জন ও নারী ভোটার ১০ হাজার ১৫৯ জন। ৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫৯ জন ও নারী ভোটার ৮ হাজার ৫৭১ জন। ১০ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ২২৮ জন ও নারী ভোটার হলেন ৯ হাজার ৩১৭ জন। ১১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার হলেন ১৪ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১৫ জন ও নারী ভোটার ৭ হাজার ২৭২ জন। ১২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯৩৪ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬৩২ জন ও নারী ভোটার ৫ হাজার ৩০১ জন। ১৩ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ২২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬৮৮ জন ও নারী ভোটার ৪ হাজার ৫৩৪ জন। ১৪ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ৯ হাজার ৮৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৫৫৯ জন ও নারী ভোটার ৪ হাজার ২৮১ জন। ১৫ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২০৩ জন ও নারী ভোটার ৫ হাজার ৩১৩ জন। ১৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ২৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৩৯ জন ও নারী ভোটার ৪ হাজার ৮৪৭ জন। ১৭ নম্বর ওয়ার্ডের মোট ভোটার হচ্ছেন ১৫ হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৩০ জন ও নারী ভোটার ৭ হাজার জন। ১৮ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭১৮ জন ও নারী ভোটার ৬ হাজার ১৬০ জন। ১৯ নম্বর ওয়ার্ডের মোট ভোটার হলেন ১৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪১ জন ও নারী ভোটার ৬ হাজার ৪৬২ জন। ২০ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২০১ জন ও নারী ভোটার ৫ হাজার ৮৬৬ জন। ২১ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৩৫ জন ও নারী ভোটার ৬ হাজার ৭০৫ জন। ২২ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৫৫ জন ও নারী ভোটার ৫ হাজার ৪৮৭ জন। ২৩ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ৭ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ১০৮ জন ও নারী ভোটার ৩ হাজার ৬২৭ জন। ২৪ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১৮০ জন ও নারী ভোটার ৬ হাজার ৬৯৭ জন। ২৫ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১৪ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৩০৪ জন ও নারী ভোটার ৬ হাজার ৯০৮ জন। ২৬ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১৫ হাজার ৫০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৩২ জন ও নারী ভোটার ৬ হাজার ৮৬৯ জন। ২৭ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৮৩ জন। ২৮ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ৬ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৪৯০ জন ও নারী ভোটার ৩ হাজার ৪২৬ জন। ২৯ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ১০৪ জন ও নারী ভোটার ৩ হাজার ৯০৬ জন। ৩০ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৭ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬০৩ জন ও নারী ভোটার ৩ হাজার ৪২১ জন। ৩১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৫ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৭৪৬ জন ও নারী ভোটার ২ হাজার ৭৩৫ জন। ৩২ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১২ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৭৩ জন ও নারী ভোটার ৬ হাজার ২৯৫ জন। ৩৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ৪ হাজার ৭২৩ জন। ৩৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯ হাজার ৩১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫৪৮ জন ও নারী ভোটার ৪ হাজার ৭৬৪ জন। ৩৫ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৫ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ১৩৩ জন ও নারী ভোটার ৪ হাজার ৯২২ জন। ৩৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ২৩৩ জন ও নারী ভোটার ৫ হাজার ৮৬৩ জন। ৩৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটার হলেন ৭ হাজার ৭৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ হাজার ১৪৫ জন ও নারী ভোটার ৩ হাজার ৬২৪ জন। ৩৮ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২২৭ জন ও নারী ভোটার ৫ হাজার ১০০ জন। ৩৯ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১৩ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫২ জন ও নারী ভোটার ৬ হাজার ৫১৯ জন। ৪০ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৫১১ জন ও নারী ভোটারের সংখ্যা ২ হাজার ৪৮৫ জন। ৪১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৪ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২১৪ জন ও নারী ভোটার ২ হাজার ২১৬ জন। ৪২ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৫৫৪ জন ও ২ হাজার ৪২৪ জন নারী ভোটার।