বিভিন্ন স্থানে মতবিনিময় ও সভা
সিলেটের কাক্সিক্ষত উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামানকে সহযোগিতা করুন ———————-মোঃ আবু জাহির এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৪:৪৩:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছেন। কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের মেয়র না থাকার কারণে সিলেট সিটির মানুষের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। দেশে যে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে সিলেটে তার প্রতিফলন ঘটেনি। সিলেটের কাক্সিক্ষত উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
হবিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে হবিগঞ্জের জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার নাগরিকদের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হবিগঞ্জ সমিতি সিলেট’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহনেওয়াজ মিলাদ। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, আজমীরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, মাধবপুর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, মদনমোহন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল হান্নান, সমিতির উপদেষ্টা সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, সমিতির সম্মানিত সদস্য ডা. নাজরা চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত হোসেন রিপন, অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা. হাবিবুর উল্লাহ সেলিম, শহিদুল ইসলাম শামীম, মমশাদ গাজী, এ কে আজাদ শিপার, উপদেষ্টা অধ্যাপক ড. শাহাবুদ্দিন আহমদ, মাধবপুর উপজেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ডা. বীরেন্দ্র কুমার দেব, হোসেন আহমদ, হুমায়ুন কবির লিটন, অধ্যাপক একে এম মাহমুদুল আলম মারুফ প্রমুখ।
এদিকে, শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর ১৯নং ওয়ার্ড শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে শাহী ঈদগাহ এলাকায় শাহমীর মাজার প্রাঙ্গণ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলীর নেতৃত্বে ১৯নং ওয়ার্ড এর বিভিন্নস্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট শাহ মোশাহিদ আলী আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট সিলেট নগরী গড়তে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকায় ভোট দানের আহবান জানান। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, আওয়ামী লীগনেতা আনোয়ারুউদ্দিন রুনু, মাহবুবুর রহমান বাচ্চু, এডভোকেট এমাদাদুল হক, মাসুম আহমদ তারেক, ওমর ইসলাম ফয়সল, রুমেল আহমদ, সুহেল আহমদ বাবুল, যুবলীগ নেতা জুনেদ আহমদ, রহিম চৌধুরী, ছাত্রলীগনেতা পৃথ্বিরাজ পুরকায়স্থ, সানোয়ার আহমদ সাকিব, মাহফুজ আহমদ, মোক্তার হোসেন, ওহিদ আহমদ, হেমন রানী দাশ প্রমুখ।