৪৫তম বিসিএস’র আসনবিন্যাস প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ৫:৩৪:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক : ৪৫তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গতকাল মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়। আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে পিএসসি। আসন্ন বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস করেছে পিএসসি।
হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে বসানো হয়েছে আসন। একইসঙ্গে বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।