আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ৫:৪৮:০৫ অপরাহ্ন
আজ বেলা আড়াইটায় শাহী ঈদগাহে জানাজা ॥ দরগাহ শরীফে শোকার্ত মানুষের ঢল
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ঐতিহ্যবাহী জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার মুহতমিম, বিশিষ্ট বুজুর্গ মুফতি মাওলানা মুহিব্বুল হক (গাছবাড়ি) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মাগরিবের নামাজের প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ। তাঁর মৃত্যুতে সিলেটের সচেতন মহল ছাড়াও কওমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সংবাদ শুনে বুধবার সন্ধ্যার পর থেকে বিপুল সংখ্যক মানুষ দরগাহ চত্বরে ভিড় জমান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও ছাত্র-শিক্ষক-মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দরগাহ মাদ্রাসার মুহতমিম ছাড়াও মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (র.) ছিলেন সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়ার সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও সিলেট জেলা সভাপতি, সিলেটের প্রাচীন শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারার সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, খাদিমুল কুরআন পরিষদের সভাপতি, সিলেট জেলা উলামা কমিটির চেয়ারম্যান ও সিলেট জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান।
দরগাহ মাদ্রাসা সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বুধবার দিনভর কোম্পানীগঞ্জে একটি মহিলা মাদ্রাসার খতমে বুখারীর দরসে অংশগ্রহণ করেন আল্লামা গাছবাড়ি। কোম্পানীগঞ্জ থেকে আসার পথে এয়ারপোর্ট এলাকায় অবস্থিত দরগাহ মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাস তিনি পরিদর্শন করেন। আছরের নামাজ এসে আদায় করেন দরগাহ মাদরাসায়। আছরের পর তিনি তাঁর বিশ্রামকক্ষে ছিলেন। মাগরিবের নামাজ আদায় করতে তিনি যথারীতি ওজু করেন। এসময় অসুস্থতা অনুভব করায় তাঁকে তাঁর অফিসের সোফায় বসানো হয়। এ অবস্থায় অ্যাম্বুলেন্স ডাকা হয়। এরপর অ্যাম্বুলেন্সযোগে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হুজুর স্ট্রোক করেছেন। বর্তমানে তার লাশ দরগাহ মাদরাসায় রাখা হয়েছে।’
এশার নামাজ আদায় শেষে বাদ এশা দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় দরগাহ মসজিদে আল্লামা গাছবাড়ির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, জানাযার নামাজে ইমামতি করবেন তাঁর বড় ছেলে, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ। জানাযা শেষে হযরত শাহজালাল (র.) দরগাহ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। এর আগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের দেখার জন্য তাঁর লাশ দরগাহ মাদরাসায় থাকবে। বেলা ১২টায় লাশ শাহী ঈদগাহে নেয়া হবে।
সংক্ষিপ্ত জীবনী : শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ফখরচটি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা মুহাম্মদ ইসহাক (রহ.)।
গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জনের পর মাযাহিরুল উলূম আকুনি মাদরাসায় সানাবিয়া ৩য় বর্ষ পর্যন্ত পড়াশুনা করেন। অতঃপর জালালাইন ও মিশকাত জামাত জামেয়া দারুল উলূম কানাইঘাটে অধ্যয়ন শেষে ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া আরাবিয়া রানাপিং -এ মাওলানা রিয়াসত আলী চৌঘরী (রহ.) ও মাওলানা তাহির আলী তৈপুরী (র.) এর কাছে দাওরায়ে হাদিস পড়েন। দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬২ সালে পুনরায় তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি হাটহাজারিতে ফেক্বাহ, তাফসীর, আদব ও মানতিক বিষয়ে পড়াশুনা করেন।
দারুল উলূম হুসাইনিয়া দরগাহপুর পাথারিয়া মাদরাসায় অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। সেখানে চার বছর শিক্ষকতার পর ১৯৭৩ সালে তিনি জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসায় যোগদান করেন। এ মাদ্রাসায় তিনি পর্যায়ক্রমে সদর মুদাররিস, শিক্ষাসচিব, শায়খুল হাদিস ও মুহতমিম হিসেবে দায়িত্ব পালন করেন।