দক্ষিণ সুরমার রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৪:১৭:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার দাউদাবাদ, দাউদপুর, চৌধুরী বাজার হয়ে রাখালগঞ্জ পর্যন্ত রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ গতকাল শুক্রবার দাউদপুর চৌধুরী বাজারে অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ রহমান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য খিজির খান, জাহাঙ্গীর আলম মুসিক, মোঃ আতিকুল হক শিপন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা মনছুর আহমদ, সেচ্ছাসেবকলীগ এর যুগ্মসাধারণ সম্পাদক সাঈদ আহমদ প্রমুখ।