ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট টিম ও মাউন্ট এডোরা হসপিটালের সমঝোতা স্মারক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৫:৩০:১১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে বিশেষায়িত লেভেল-৪ আইসিইউ সেবা। ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট টিম ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই ইউনিটের মাধ্যমে সিলেটবাসি তথা দেশের সকল মানুষের আন্তর্জাতিক মানের ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান বলেন, এই চুক্তির মাধ্যমে সিলেটে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেবার মান আরও বৃদ্ধি পাবে। তিনি আরোও বলেন- আমরা স্বাস্থ্যখাতে সর্বোচ্চ মানের সেবা সুনিশ্চিত করতে চাই। এই যাত্রায় ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট টিম মাউন্ট এডোরা হসপিটালের সেবা বৃদ্ধিতে অংশীদার হওয়াতে আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই ।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে আরোও উপস্থিত ছিলেন- অধ্যাপক ডাঃ এম এ আহবাব (চেয়ারম্যান, সুরমা মেডিকেল সার্ভিসেস), পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডাঃ আলমগীর চৌধুরী, ডাঃ মোঃ শাহিদ আহমেদ, ডাঃ মোস্তফা তৌফিক আহমেদ, ডাঃ নজমুস সাকিব, ডাঃ আখলাক আহমেদ, ব্যবস্থাপক (এইচ আর ও এডমিন) এবিএম জর্জেসুর রহমান, ব্যবস্থাপক ও চীফ ইঞ্জিনিয়ার মোঃ এমদাদুল ইসলাম, ব্যবস্থাপক (ব্যবসায় উন্নয়ন) মোঃ শফিকুল ইসলাম, মহসিন আহমদসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট টিম এর চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, লেভেল-৪ আইসিইউ সার্ভিস চালুর মাধ্যমে সবধরনের রোগীদের ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিতকরা সম্ভব হবে। ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট টিমের পক্ষে আরো উপস্থিত ছিলেন, ডাঃ ইয়াজদান রেজা চৌধুরী, ডাঃ মোঃ রবিউল হালিম, ডাঃ মোঃ আতিকুজ্জামান সহ ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট টিমের অন্য কনসালটেন্টবৃন্দ।