শাবি কেন্দ্রে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৩:৫২:২০ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫১৭ শিক্ষার্থী উপস্থিত হন।
গতকাল শনিবার বিকেলে শাবি কেন্দ্রের ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩৯টি কেন্দ্রে একযোগে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিতে পাঁচটি ভবনে অংশগ্রহণ করেছেন ২ হাজার ৫১৭ জন এবং অনুপস্থিত ছিল ৪৪ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।