সিলেটে ভূমিসেবা সপ্তাহ পালন
স্মার্ট ভূমি সেবায় জমি সংক্রান্ত জটিলতা কমবে —–বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৭:১৭:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, স্মার্ট ভূমিসেবায় মামলা মোকদ্দমা ও জমি সংক্রান্ত আইনি জটিলতা কমবে, জমি খারিজ ও সেবার মান বৃদ্ধি পাবে। জনগণের ভোগান্তি কমাতে সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিসেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে।
বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার ‘ভূমিসেবা সপ্তাহ’ ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত মানুষের ভূমির অধিকার রক্ষায় আন্দোলন করেছেন। স্বাধীনতার পর প্রথম সংসদীয় অধিবেশনে তিনি ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফের আইন প্রণয়ন করেন। মানুষের দুর্দশা লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট ভূমিসেবা চালু করছে।
ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, বর্তমানে এক লাখ ৩৮ হাজার মৌজাকে ডিজিটাল করার ও ডিজিটাল ম্যাপ তৈরি করার কাজ চলছে। সিলেট বিভাগে প্রায় ২৮ লাখ হোল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বিশ্বের ১৯২টি দেশ থেকে অনলাইনে ভূমিসেবা গ্রহণ করা যাচ্ছে। খতিয়ান প্রাপ্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে যার ফলে ঘরে বসে খতিয়ান সংগ্রহ করা যাবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া।
আলোচনা সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভূমিসেবা সহজীকরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ইনোভেশন সম্পর্কে অবগত করা হয়। জানা গেছে, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সেবা বুথের ব্যবস্থা করা হয়েছে। যার মাধ্যমে সেবা প্রত্যাশীরা দ্রুত ও সহজে ভূমি সেবা লাভ করবেন। সকল হোল্ডিং অনলাইনে অনুমোদিত হওয়ার ফলে সহজেই অনলাইনে মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করা যাচ্ছে।
মৌলভীবাজার : মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
এদিকে, মৌলভীবাজার সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগেও ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘ভূমি সেবা সপ্তাহ এর উদ্বোধন করা হয়।
র্যালি শেষে ‘স্মার্ট ভূমি সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে প্রজেক্টরের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক ‘স্মার্ট ভূমি সেবা ও ভূমি সপ্তাহ’র বিস্তারিত উপস্থাপন করেন। ২২-২৮ মে পর্যন্ত উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে ভূমি সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ।
তাহিরপুর : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ‘স্মার্ট ভূমিসেবা সপ্তাহ’ ২০২৩ পালিত হয়েছে। ২২-২৮ মে পর্যন্ত সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালন করার লক্ষে তাহিরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে তাহিরপুর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি র্যালী ও উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফায়ার সার্ভিস তাহিরপুর স্টেশন অফিসার লিয়াকত আলী ও পবিত্র গীতা পাঠ করেন অফিস সুপার সঞ্জয় রায়।
মাধবপুর : মাধবপুর (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, হবিগঞ্জের মাধবপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
পরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
চুনারুঘাট : চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় র্যালি ও পরে দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, তহশিলদার মামুনুর রশিদ প্রমুখ।
নবীগঞ্জ : নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, নবীগঞ্জে ‘ভূমি সেবা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। পরে ভূমি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্ত ইমরান শাহরিয়ার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল চন্দ্র দেব, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক মো. আলমগীর মিয়া প্রমূখ।
আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)থেকে সংবাদদাতা জানান, স্মার্ট ভূমি সেবা প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যাালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান।
সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব, আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা একরাম হোসেন, ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, প্রভাষক জীবন চন্দ্র চন্দ প্রমুখ।
ধর্মপাশা : ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। দলিল যার জমি তার। এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট ভূমি সেবা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে দুই শতাধিক ভূমিহীন উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরী, পরিবার পরিকল্পনা প: প: কর্মকর্তা ডা মোহাম্মদ মুনতাশিন বিল্লা, অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও কৃষি অফিসার মীর হাসান আল বান্না প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, এখন আগের যুগ নেই। এখন দলিল যার জমি তার। দেশ এখন ডিজিটাল পদ্ধতিতে চলছে। জমির খাজনা, জমি রেজিষ্ট্রি, নাম খারিজ ইত্যাদির বিষয়ে ব্যাংকে অথবা ভূমি অফিসে টাকা জমা দিতে হয় না। সরাসরি অনলাইনের মাধ্যমে চলছে। প্রতারণার বা প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই।