জননেত্রী শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার —-শফিউল আলম চৌধুরী নাদেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৪:৫৪:১৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের উন্নয়নের সরকার। এই সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সকল খাতে উন্নয়ন হয়েছে যা অতীতে কোন সরকার এর আমলে হয়নি। তিনি ২২ মে সোমবার কুলাউড়া (ব্রাহ্মণবাজার) – ফেঞ্চুগঞ্জ সড়কের (সিলেট অংশ) উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী মোহাম্মদ ফজলে রাব্বি’র সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ এর নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু সহ নেতৃবৃন্দ।