কর্মের মাধ্যমে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ————- জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৫:১৩:৪১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, জনপ্রতিনিধিদের কাজের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা হলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। মাঠ পর্যায়ের উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব বহন করে। সততা নিষ্ঠার সাথে কাজ করে মানুষের সেবাকে ত্বরান্বিত করতে হবে।
গত সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনিসেফের শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘স্মার্ট ভূমি সেবা ২০২৩’ এর উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চকিদারদের মধ্যে ছাতা এবং ডায়েরি বিতরণ করেন।