দক্ষিণ সুরমা হাসপাতালের ‘একটু গল্প করি’ কার্যক্রম পরিদর্শনে ডাব্লিউএইচও প্রতিনিধি দল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ৪:৩৪:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রোগীদের মানসিক স্বস্তির জন্য কাউন্সেলিং সেশন “একটু গল্প করি” কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এর প্রতিনিধি দল। গতকাল বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে “একটু গল্প করি” কার্যক্রমের প্রশংসা করেন প্রতিনিধি দল এবং এ কার্যক্রমে সহযোগিতা করবেন বলেন বলে আশ্বস্ত করেন তারা।
পরে হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। সভায় রোগীদের মানসিক স্বস্তির জন্য কাউন্সেলিং সেশন “একটু গল্প করি” কার্যক্রম বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম। সারাদেশের মধ্যে এই প্রথম এ ধরনের কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে রোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে আসেন। রোগীদের ভালো করে দেখার পর যাদের কোন ধরনের রোগ ধরা পড়ে না তাদেরকে নিয়েই ডাক্তাররা “একটু গল্প করি” কার্যক্রম করে যাচ্ছেন, যাতে তারা মানসিক স্বস্তি নিয়ে ঘরে ফিরে যান।
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডব্লিউএইচও রিপ্রেজেন্টেটিভ অব বাংলাদেশ বর্ধন যুং রানা, টিম লীড এনসিডি সাধনা ভাগওয়াত, টিম লীড হেলথ সিস্টেম ওয়াংম সাঙ্গায়, ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মমতাজ, হেলথ সিস্টেম ন্যাশনাল প্রফেশনাল অফিসার মো. নুরুজ্জামান, ন্যাশনাল কনসালটেন্ট এনসিডি ডা. মো. আব্দুল কাদের এবং হু এর অন্য সদস্যবৃন্দ। দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া আহমেদ, মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. এস এম সাজ্জাদুল হক, গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. উম্মুল সিফাত রিজওয়ানা, জুনিয়র কনসালটেন্ট ডা: নিজাম উদ্দিন, ডা: ফাহিম সহ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডাক্তার মাহফুজুর রহমান ভুঁইয়া, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার দেবদুলাল দে পরাগ প্রমুখ।