ছাতক -দোয়ারায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান —মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৫:৫২:১৭ অপরাহ্ন
ছাতক সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদ দাতা: সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সারাদেশের ন্যায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রতিটি সেক্টরে ছাতক -দোয়ারায়ও প্রভুত উন্নয়ন সাধিত হয়েছে। এমপি মানিক বলেন, উত্তর সুরমা বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছাতকে সুরমা ব্রীজ নির্মিত হয়েছে। দোয়ারা বাজারেও সুরমা নদীর উপর আরেকটি ব্রীজ নির্মাণের প্রক্রিয়া চলছে। ছাতক থেকে বালিউরা বাংলাবাজার হয়ে মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেড কোয়ার্টার হকনগর পর্যন্ত সওজের মাধ্যমে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ছাতক -দোয়ারায় বর্তমানে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
ছাতক থেকে দোয়ারাবাজার পর্যন্ত ২৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামত ও পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুহিবুর রহমান মানিক এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজুর পরিচালনায় গতকাল শুক্রবার সকালে ছাতকের বারকাহন গ্রামে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সওজের উপবিভাগীয় প্রকৌশলী সালাহউদ্দিন সোহাগ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, স্বেচ্ছা সেবক লীগ নেতা বাবুল রায় প্রমুখ।