মেয়াদ শেষ হওয়ার দেড় বছর পরও নির্মিত হয়নি জুড়ী সেতু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৫:৫৭:২৩ অপরাহ্ন
৭০ শতাংশ কাজ এখনো বাকি
এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) থেকে : জুড়ী নদীর ওপর ‘বৃন্দারঘাট সেতু’ নির্মাণ কাজের মেয়াদ শেষ হওয়ার পর দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। মাত্র ৩০ শতাংশ কাজ শেষে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যান। এর পর থেকে প্রায় দেড় বছর হয়ে গেল কাজ বন্ধ রয়েছে। সেতুর কাজটি সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান স্থানীয়রা। সেতুর কাজের ঠিকাদার ভোলা পৌরসভার মেয়র ও ভোলা জেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান।
এলজিইডি’র সূত্রে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা-বাগান ও কাশিনগর গ্রামের মাঝখানে ২০২০ সালের ২৬ অক্টোবর ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ‘বৃন্দারঘাট সেতুর’ নির্মাণ কাজ শুরু হয়। ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘মেসার্স মনির ট্রেডার্স’ নামের ভোলার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পায়। কার্যাদেশ অনুযায়ী, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর কাজ সম্পন্নের কথা ছিল। ২০২২ সালের মার্চ মাসে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরে আর শুরু হয়নি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাজ বাতিলের সুপারিশ করে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠান। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃন্দারঘাটে লোকজন নৌকায় করে নদীর এপার-ওপারে চলাচল করছেন। নৌকা ভাড়া মাথাপিছু ১০ টাকা। কাপনাপাহাড় বাগানে সাপ্তাহিক হাট বসে। নদীর বিপরীত পাশের বিভিন্ন এলাকার লোকজন হাটে কেনাকাটা করতে আসেন। কেনাকাটার পর তাঁরা আবারও নৌকায় করে বাড়ি ফিরেন। নদীর দুই পাশে সেতুর শুধু দুটি ‘অ্যাবাটমেন্ট (পাকা ভিত)’ নির্মাণ করে রাখা। আর কোনো কাজ চোখে পড়েনি। এলাকাবাসীর অনেকেই বলেন, নদীর এপারে কাপনাপাহাড় চা-বাগান। আর ওপারে কাশিনগর, বটনিঘাট, পাতিলাসাঙ্গন, ছুটিয়াবাড়ি ও নয়াগ্রাম এলাকা পড়েছে। এসব এলাকার পাঁচ-ছয় হাজার লোক প্রতিদিন নানা কাজে এপার-ওপারে নৌকায় করে চলাচল করেন। এ ছাড়া কাপনাপাহাড় বাগান এলাকার ৩ শতাধিক শিক্ষার্থী নদীর ওপারে অবস্থিত পাতিলাসাঙ্গন উচ্চবিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে। নির্মাণাধীন সেতুর কাছে দেখা মিলে কাপনাপাহাড় বাগান এলাকার বাসিন্দা স্বাস্থ্যকর্মী দেবাশীষ যাদবের। তিনি বলেন, বৃন্দারঘাটে নৌকায় করে নদী পারাপারের সময় প্রতি বছরই চার-পাঁচটি দুর্ঘটনা ঘটে। সম্প্রতি প্রবল ¯্রােতে দুই বার স্কুলশিক্ষার্থীদের নৌকা উল্টে যায়। এতে তাদের বই, খাতা ও কাপড়চোপড় ভিজে নষ্ট হয়। তবে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সেতুর কাজ সম্পন্ন হয়ে গেলে তাদের আর এ রকম ঝুঁকিতে পড়তে হতো না।
এলাকাবাসী বলেন, বৃন্দারঘাট ও পাশের কয়লারঘাট সেতুর কাজ একই সময়ে শুরু হয়েছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী স্থানীয় মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন কয়লারঘাট সেতুর উদ্বোধন করেন কিছু দিন আগে। উদ্বোধনী অনুষ্ঠানে ভুক্তভোগী লোকজন ‘বৃন্দারঘাট সেতুর’ কাজ ফেলে রাখায় তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। এর জবাবে মন্ত্রী দ্রুত সেতুটির কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দিয়েছেন বলে জানা যায়। এলজিইডি’র উপজেলা কার্যালয়ের প্রকৌশলী ননী গোপাল দাস বলেন, ‘বৃন্দারঘাট সেতুর’ কাজ সম্পন্নের জন্য তাঁদের পক্ষ থেকে ঠিকাদারকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু, নানা অজুহাতে কাজ শুরু করছেন না ঠিকাদার। সেতুটির মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখনো ৭০ শতাংশ কাজ বাকি। এলজিইডি’র মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ বলেন, ঠিকাদার দ্রুত কাজ শুরু করবেন বলে সম্প্রতি তাকে জানান। ঠিকাদার বাতিলের প্রস্তুতি চলছে। ঠিকাদার মনিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, কিছু দিনের মধ্যে কাজ শুরু করাবেন। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করার বিষয়ে জানতে চাইলে বলেন, মালামালের দাম অনেক বেড়ে গেছে। তাই সরকারের সিডিউল মোতাবেক কাজ শেষ করতে পারেননি।