বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৫:১২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি আজ রোববার রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। এ উপলক্ষে সারাদেশে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক ডাকটিকেট উন্মোচন, জেলা ও উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নাম ঘোষণা করে। ১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রদান করেন। সে অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু’। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার এটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। সদ্য স্বাধীন বাংলাদেশের সরকার প্রধানকে বিশ্ব শান্তি পরিষদের শান্তিপদক প্রদান ছিলো বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নিরলস প্রচেষ্টা, তাঁর কর্ম, রাজনৈতিক দর্শন ও প্রজ্ঞার আন্তর্জাতিক স্বীকৃতি। এ অর্জন বিশ্বসভায় বঙ্গবন্ধুকে অনন্য উচ্চতায় আসীন করেছিলো এবং উজ্জ্বল করেছিলো বাংলাদেশের ভাবমূর্তি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, ২৩ মে ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি ছিল। ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপনের বিষয়ে কর্মসূচি চূড়ান্তকরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ৯ এপ্রিল ২০২৩ তারিখ সভার মাধ্যমে কর্মসূচি চূড়ান্ত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপনের লক্ষ্যে জাতীয়ভাবে গৃহীত সকল কর্মসূচি ২৮ মে আয়োজন করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ সারাদেশে রাষ্ট্রীয়ভাবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
গোপালগঞ্জে আনন্দ আয়োজন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শ্রদ্ধা নিবেদন করে এই আনন্দ আয়োজনের শুভ সূচনা করবেন। এরপর গোপালগঞ্জ শহরের সুইমিং পুল এ্যান্ড জিমনেশিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। সেখানে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিকেল ৩টায় এ উপলক্ষে শহরে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। নিশিতা বড়–য়া, মিনার আহমেদ ও শিরোনামহীন ব্যান্ড দল কনসার্টে সংগীত পরিবেশন করবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, জাতির পিতার ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।