নির্বাচিত হলে চারটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি আনোয়ারুজ্জামানের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৫:৩৩:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ২১ জুনের নির্বাচনে সিলেট সিটির ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তা হলে সম্মানিত সিটিবাসীর স্বাস্থ্যসেবায় চারটি বিশেষায়িত নতুন হাসপাতাল করবো।
গতকাল শনিবার সকালে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে মানুষের চিকিৎসা সেবা দেয়ার আহবান জানিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, চিকিৎসাসেবা হলো সবচেয়ে সম্মানজনক পেশা। একজন মানুষকে সেবা করার মাধ্যমে সুন্দর জীবনে ফিরিয়ে আনার মতো আনন্দ আর কি হতে পারে?
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের যে হাসপাতালগুলো আছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মূলত এসব সম্মানিত নাগরিকের কথা চিন্তা করে আমি চারটি বিশেষায়িত হাসপাতাল করার উদ্যোগ গ্রহণ করবো।
এ সময় উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. একেএম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রণজিত সরকার, পরিচালনা উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীকে ব্যবসাবান্ধব ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দেবো। সিলেটের সুপরিচিত ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ীদের সাথে আমার রয়েছে সুসম্পর্ক। আমি ব্যবসায়ীদের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।
গতকাল শনিবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাথে সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২নম্বর ওয়ার্ডের কাউন্সিল বিক্রম কর স¤্রাট, মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, জেলা যুবলীগের অন্যতম এডভোকেট আব্দুল মতিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
সমিতির দপ্তর সম্পাদক চিরঞ্জিত পালের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মার্কেট মসজিদের মোয়াজ্জিন মাওলানা মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সহ-সভাপতি খালিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ব্যবসায়ী শাহ আহমদুর রব, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীক উপহার দেন সমিতির নেতৃবৃন্দ।
মহানগর কৃষক লীগের সাথে মতবিনিময়
নৌকার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে সিলেট নগরীর মির্জজাঙ্গালস্থ নির্ভানা ইন রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ কৃষক লীগ সিলেট মহানগরের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মহানগর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে আপন ছোট ভাইয়ের মতো মনে করেই সিলেট সিটিকে একটি স্মার্ট, মডেল ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গঠন করতে তার হাতেই তুলে দিয়েছেন নৌকা প্রতীক। তাই, আগামী ২১ জুন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আর এ বিজয় শুধু আনোয়ারুজ্জামান চৌধুরীর নয়, এ বিজয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, আওয়ামী লীগের বিজয়, সর্বস্তরের মানুষের বিজয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উমে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন লিমন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশফাক আহমেদ, হেলেন আহমেদ, আবদাল আহমদ, হোসেন আহমদ, ড. নজরুল ইসলাম ফারুকী, সোহেব বক্স, জেলা যুবলীগ নেতা অতুল দেব, জমসেদ সিরাজ, কয়েছ লোদী, কামরুল ইসলাম চৌধুরী, এডভোকেট ছায়েদুর রহমান, শাহনুর হোসাইন প্রমুখ।-বিজ্ঞপ্তি